ভোলার মনপুরায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০ টায় উপজেলার ২নং হাজিরহাট ইউনিয়নের চর ফয়েজুদ্দিন মফিজ মাস্টার বাড়ীর রাস্তার দক্ষিণ পাশ সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। লাশটি দেখতে শত শত মানুষ নদীর পাড়ে ভিড় জমায়।
জানা যায়, সোমবার স্থানীয়রা লাশটি নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরবর্তীতে খবর পেয়ে মনপুরা থানা থেকে পুলিশ এসে লাশ টি উদ্ধার করে নৌ পুলিশের কাছে হস্তান্তর করে।মরদেহটি অর্ধগলিত হওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি কার বা কোথা থেকে ভেসে এসেছে তা জানা যায়নি । তবে আনুমানিক বয়স হবে ২০ থেকে ২৫ হবে ।
এই ব্যাপারে মনপুরা থানার ওসি আহসান কবির জানান, লাশটি উদ্ধার করে মির্জাকালু নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে । মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করার চেষ্টা চলছে ।
এমআর/সব
শিরোনাম
ভোলায় মেঘনা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির ব্যক্তির লাশ উদ্ধার
-
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৪৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
- ।
- 139
জনপ্রিয় সংবাদ
























