যশোরের মণিরামপুরে প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৯ টার দিকে উপজেলার কুয়াদা জামতলা মোড়ে এ ঘটনাটি ঘটে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে।
নগদ যশোর শাখার কর্মকর্তা রবিউল ইসলাম জানান, মঙ্গলবার সকালে নগদ যশোরের একাউন্টেন্ট কাজী মমিনুর ইসলামের কাছ থেকে ৫৫ লাখ টাকা নিয়ে তিনি একটি (ঢাকা মেট্টো গ- ১৫৫৯২৩) প্রাইভেটকারে মনিরামপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই টাকা
মনিরামপুর শাখা সাব অফিসের কর্মকর্তা সাজিদের কাছে পৌঁছে দেয়ার কথা ছিল।পথিমধ্যে কুয়াদার জামতলা মোড়ে পৌঁছালে মোটরসাইকেল আরোহী কয়েকজন দুর্বৃত্ত প্রাইভেটের গতিরোধ করে।
রবিউল ইসলাম আরও জানান, এসময় দুর্বৃত্তরা প্রাইভেটের গ্লাস ভাঙচুরের পর তাকে আঘাত করে টাকার ব্যাগ ছিনিয়ে পালিয়ে যায়।
এই বিষয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল শেখ জানান, প্রাইভেটকার থামিয়ে নগদ কোম্পানির ৫৫ লাখ ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান শুরু করেছে। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।
























