ফটিকছড়িতে নোংরা, দুর্গন্ধযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে তিন বেকারি মালিককে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
১৭ জুন মঙ্গলবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলামের নেতৃত্বে বিবিরহাটে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বিবিরহাট বাজারের মমতাজ বেকারিকে ৫০ হাজার, অনিল বেকারিকে ৭৫ হাজার এবং আবুল হোসেন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অভিযানের সময় ফটিকছড়ি থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।
























