আগামী অক্টোবরে এবং নভেম্বরে দুটি ক্রীড়া আসরের একাধিক ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। সেগুলো হলো অক্টোবরে বাহরাইনে যুব এশিয়ান গেমস ও নভেম্বরে সৌদি আরবে রিয়াদে ইসলামিক সলিডারিটি গেমস। এই দু’টি গেমসের জন্য বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) জাতীয় ক্রীড়া পরিষদের কাছে ৬ কোটি ১০ লাখ টাকার বাজেট দিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ বিওএর চিঠি পেয়ে আজ সকালে যুব এশিয়ান গেমসের অংশগ্রহণকারী ফেডারেশনগুলোর সাধারণ সম্পাদক-সভাপতির সঙ্গে বৈঠকে বসবে।
যুব এশিয়ান ও ইসলামিক সলিডারিটি দুই গেমসের জন্যই তিন মাসের অনুশীলন পরিকল্পনা করে বাজেট করা হয়েছে। এশিয়ান ইয়ুথ ও ইসলামিক দুই গেমসে খেলোয়াড় ও ডিসিপ্লিন সংখ্যা ভিন্ন হলেও জনপ্রতি ব্যয় একই। প্রশিক্ষণার্থী খেলোয়াড়দের পেছনে প্রতিদিন ৭৫০ টাকা খাবার ব্যয় হিসেবে ধরা হয়েছে। পকেট মানি হিসেবে খেলোয়াড়দের প্রতিদিনের প্রাপ্যতা ৩৫০ টাকা। কোচদের দৈনিক সম্মানী ১ হাজার টাকা। খেলোয়াড় ও কোচ উভয় ক্যাম্পে যোগদানের জন্য এককালীন পাবেন ৪ হাজার টাকা।
বাহরাইন ও সৌদি গেমসের জন্য খেলোয়াড় নাম চূড়ান্ত না হলেও ডিসিপ্লিন ও অ্যাথলেট সংখ্যা অনেকটাই চূড়ান্ত। বাহরাইনে যুব এশিয়ান গেমসে ১৩ ডিসিপ্লিনে ৭৪ জন খেলোয়াড় প্রশিক্ষণ গ্রহণ করবেন। ইসলামিক সলিডারিটি গেমসে ১১ ডিসিপ্লিন হলেও সেখানেও প্রশিক্ষণে ৭৪ আর ২৬ জন প্রশিক্ষক।
আরকে/সব
শিরোনাম
বিওএ ৬ কোটি টাকার বাজেট দিল এনএসসিকে
-
ক্রীড়া প্রতিবেদক - আপডেট সময় : ১০:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
- ।
- 179
জনপ্রিয় সংবাদ


























