নীলফামারীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বসতবাড়ি থেকে
দুটি গাঁজার গাছ জব্দ করা হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টার দিকে নীলফামারী সদর
উপজেলার টুপামারী ইউনিয়নের সুখধন গ্রামে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের
ভিত্তিতে নীলফামারী সেনাক্যাম্পের কর্মকর্তা মেজর জোবায়েরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত
হয়। অভিযানে রনজিৎ দাস নামে এক ব্যক্তির বাড়ির আঙিনা থেকে দুটি গাঁজার গাছ উদ্ধার করা
হয়। এর মধ্যে একটি গাছের উচ্চতা ১০ ফুটেরও বেশি, অপরটি তুলনামূলকভাবে ছোট। এ সময়
সেনাবাহিনীর উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় গাছ দুটি জব্দ করে সদর থানার পুলিশ।
বসতবাড়িতে এমন গাছ দেখতে পেয়ে বিস্মিত হয়েছে স্থানীয়রা। নীলফামারী সদর থানার এসআই
দিলীপ রায় বলেন, অভিযুক্ত ব্যক্তি গাছের মালিকানা অস্বীকার করেছেন। প্রমাণ মিললে আইনগত
ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
যৌথ অভিযানে দুটি গাঁজার গাছ জব্দ
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৪:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- ।
- 105
জনপ্রিয় সংবাদ
























