ছাত্র জনতার অভ্যুত্থান দিবস হিসেবে পালিত হবে ৫ আগস্ট। দিনটি সরকারি ছুটি থাকবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি জানান, আগামী সোমবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।
উপদেষ্টা বলেন, ১ জুলাই থেকে আমাদের কর্মসূচি শুরু হবে। মূল অনুষ্ঠানগুলো হবে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হবে জুলাইয়ের অনুভূতিকে ফিরিয়ে আনা। এর জন্য বেশ কিছু কর্মসূচি নিয়ে কাজ চলছে। আগামী সোমবার প্রেস উইং থেকে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
ফারুকী আরও বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান দিবস পালনের ব্যাপারে আজ প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। আগামী রোববার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই প্রস্তাব নিশ্চয়ই পাস করা হবে। এরপর গেজেট প্রকাশ করা হবে।
প্রেস ব্রিফিংয়ে সংস্কৃতি উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এমআর/সব
শিরোনাম
৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস, সরকারি ছুটি
-
সবুজ বাংলা অনলাইন রিপোর্ট - আপডেট সময় : ০৪:৫৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- ।
- 42
জনপ্রিয় সংবাদ

























