চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কয়েকদিন ধরে চলমান গ্যাস সংকটে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। গ্যাসচালিত চুলায় আগুন না জ্বলায় রান্নাবান্না বন্ধ হয়ে পড়েছে বহু বাড়িতে। বাধ্য হয়ে অনেকেই কাঠ, কয়লা কিংবা এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন।
বিশেষ করে হাটহাজারীর কামালপাড়া, রামকুণি সড়ক, কামালপাড়া যুব সংঘ এলাকা, খাঁন সামার জামে মসজিদসংলগ্ন এলাকা এবং খাঁন সামা হাউজিং এস্টেটের বাসিন্দারা দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে ভুগছেন।
স্থানীয় বাসিন্দা নুরুল আলম বলেন, “সকাল থেকে গ্যাস নেই, চুলায় আগুন জ্বলছে না। রান্না করতে পারছি না, ছোট ছোট বাচ্চারা কষ্ট পাচ্ছে।”
কামাল পাড়ার বাসিন্দা মো. নুরুল আমিন মেম্বার বলেন, “আজ কয়েকদিন ধরে গ্যাস নেই। হঠাৎ আসলেও চাপ এত কম থাকে যে কিছুই রান্না করা যায় না। আমরা অনেক কষ্টে আছি।”
গ্যাস সংকটের প্রভাব পড়েছে যানবাহন ব্যবস্থায়ও। গ্যাসচালিত সিএনজি অটোরিকশাগুলো নির্ধারিত স্টেশনে দীর্ঘসময় লাইনে দাঁড়িয়েও গ্যাস পাচ্ছে না।
সিএনজি চালক হাসান জানান, “রাত ১২টার পর থেকেই লাইনে দাঁড়াতে হয়। ভোর পর্যন্ত দাঁড়িয়েও অনেকে গ্যাস পায় না। এ কারণে আমরা যাত্রী তুলতে কম পারি, ভাড়া না বাড়িয়ে উপায় থাকে না।”
এ অবস্থায় হাটহাজারী ও শহরতলির যাত্রীদের মিররের হাট চারিয়া, সরকার হাট, কাটির হাট, ও নাজিরহাট আসা যাওয়া করতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া।
ভুক্তভোগীরা অবিলম্বে এই সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এমআর/সব
শিরোনাম
হাটহাজারীতে গ্যাস সংকট, জ্বলছে না বাসাবাড়ির চুলাও
-
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- ।
- 226
জনপ্রিয় সংবাদ
























