কার্বন নিঃস্বরণ শুন্যতায় নিয়ে আসা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র, প্রকৃতিক সৌন্দর্য রক্ষায় জামালপুরে বৃক্ষরোপন অভিযান শুরু হয়েছে।
জামালপুরের উন্নয়ন সংঘ বাস্তবায়নাধীন স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশ-এর অর্থায়নে সিডস কর্মসূচির উদ্যোগে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা, চরআমখাওয়া, পাররামরামপুর ও হাতিভাঙ্গা ইউনিয়নে, জামালপুর সদর উপজেলার কেন্দুয়া, মেষ্টা, তিতপল্লা ও শরীফপুর ইউনিয়নে এবং ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী, গোয়ালেরচর, গাইবান্ধা ও পলবান্ধা ইউনিয়নে পারিবারিক পুষ্টির চাহিদা পুরণ ও পরিবেশ পরিবেশ সুরক্ষার লক্ষ্যে ৩ হাজার উপকারভোগী পরিবারের মাঝে আম, পেয়ারা, লেবু ও বড়ইয়ের ১২ হাজার চারা বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) জামালপুর সদর, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলায় গাছের চারা বিতরন অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার, মহিলা মেম্বার, ওয়ার্ড কমিটির লিডার, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণি সম্পদ বিষয়ক সিএসপি, বিভিন্ন স্কুলের শিক্ষক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গাছের চারা বিতরনে সার্বিক ভাবে সহযোগিতা করেন আত্ন নির্ভরশীল দলের নেতৃবৃন্দ, ওয়ার্ড কমিটি লিডার, সংলাপ কিশোরী, কৃষি ও প্রাণিসম্পদ বিষয়ক সিএসপি, আত্মনির্ভরশীল দলের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষযক ফোকাল পার্সনবৃন্দ। বিতরণ অনুষ্ঠান সফল করতে সার্বিক সহযোগিতা করেন উন্নয়ন সংঘের মাঠ পর্যায়ের কর্মীরা।
উল্লেখ্য, জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় ২০২৮ সাল পর্যন্ত কার্যক্রম চলবে। নরওয়েভিত্তিক দাতা সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে সিডস কর্মসূচি উন্নয়ন সংঘ বাস্তবায়ন করছে।
এমআর/সব
শিরোনাম
জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে ফলজ গাছের চারা বিতরন
-
স্টাফ রিপোর্টার, জামালপুর - আপডেট সময় : ০৭:৩৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
- ।
- 255
জনপ্রিয় সংবাদ
























