আকিজ গ্রুপে চাকরি দেওয়ার নামে প্রতারণার শিকার হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা অনুষদের এক বিভাগের শিক্ষার্থী। ঐ বিভাগের সাবেক শিক্ষার্থীর পরিচয়ে প্রতারণা করে চক্রটি। বৃহস্পতিবার (১৯ই জুন) এ ঘটনা ঘটে।
নাম পরিচয় ও বিভাগ প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী সেই শিক্ষার্থী বলেন, বিভাগের সাবেক শিক্ষার্থীর পরিচয়ে প্রতারক আমাদের বিভাগের এক শিক্ষককে (নাম প্রকাশে অনিচ্ছুক) ফোন দিয়ে জানায়, সে বর্তমানে আকিজ গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সে চাইলে বিভাগের ২-৪ জনকে সুপারিশক্রমে চাকরির ব্যবস্থা করে দিতে পারবে। স্যার তাকে বিভাগের গ্রুপে মেসেজ দিতে বললে সে বলে তার ফোন নষ্ট তাই স্যার যেন গ্রুপে শেয়ার করে। স্যার সরল বিশ্বাসে সেই কথিত শিক্ষার্থীর কথা আমাদের বিভাগের গ্রুপে শেয়ার করে এবং 01892-954356 এই নাম্বারে চাকরি প্রত্যাশীদের যোগাযোগ করতে বলে।
ভুক্তভোগী বলেন, কথিত সেই বড় ভাইকে আমি কল দিলে সে নিজেকে মনিরুল নামে পরিচয় দেয়। সে দীর্ঘক্ষণ বিভাগের বিভিন্ন বিষয়ে কথা বলে এবং শিক্ষকদের নাম ধরে ধরে তাদের সম্পর্কে জানতে চায়। সে আমার সেশন জিজ্ঞেস করে বলে তুমি তো আমার জুনিয়র তাই তোমাকে তুমি বলেই সম্বোধন করলাম।
ভুক্তভোগী আরো বলেন, তার কথামতো সিভি, সার্টিফিকেট [email protected] এই ঠিকানায় মেইল করলে কিছুক্ষণের মধ্যে +880963-8466211 এই নাম্বার থেকে আরেকজন কল দিয়ে আকিজ গ্রুপের পরিচয় দেয় এবং সিভি ও ঠিকানা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করে। অফিসিয়াল এ নাম্বারটি আমি ট্রু কলারে চেক দিলে Akij Group Official নাম আসে। প্রতারণার শিকার সেই শিক্ষার্থী আরো বলেন, কিছুক্ষণ পরে সে কথিত বড়ভাই বলে সিকিউরিটি হিসেবে বিকাশ 01849383455 এই নাম্বারে 3,950/- টাকা পাঠানোর জন্য। পরবর্তীতে টাকা পাঠানোর পর নাম্বারগুলো বিজি ও বন্ধ পাই এবং গ্রুপে সেই শিক্ষক সহ অন্যদের মেসেজ দেখে বুঝি এটা প্রতারণা চক্র। আমি পরে বিকাশ নাম্বারটা ট্রু কলারে চেক দিলে দেখি নাম্বারটি রেলওয়ে অফিস নামে শো করছে। বিভাগের সেই শিক্ষকের বরাতে ভুক্তভোগী বলেন, স্যারের সরলতার সুযোগ নিয়ে চক্রটি এ কাজটি করেছে। তারা এমনভাবে কাজটি করেছে আমরা বুঝতেই পারিনি।
এমআর/সব
শিরোনাম
চবিতে বিভাগের সাবেক শিক্ষার্থী পরিচয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণা
-
চবি প্রতিনিধি - আপডেট সময় : ০৭:৪১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- ।
- 103
জনপ্রিয় সংবাদ


























