বিশ্বমঞ্চে আরেকটি সাফল্যের পালক যুক্ত হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মুকুটে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মো: সালমান রহমান যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিদের তত্ত্বাবধানে পরিচালিত মর্যাদাপূর্ণ “Aspire Leaders Program 2025”-এর জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
Aspire Institute কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামটি বিশ্বজুড়ে স্বল্প আয়ের এবং প্রথম প্রজন্মের (পরিবারের প্রথম বিশ্ববিদ্যালয় পড়ুয়া) শিক্ষার্থীদের নেতৃত্বের বিকাশে সহায়তা করে থাকে। এটি একটি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন প্রোগ্রাম, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের উদীয়মান তরুণ নেতারা অংশ নেওয়ার সুযোগ পান।
প্রোগ্রামটিতে মূলত তিনটি মডিউলে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম মডিউলে থাকবে পার্সোনাল ও প্রফেশনাল ডেভেলপমেন্ট, যেখানে হার্ভার্ড বিজনেস স্কুলের সহায়তায় সিভি তৈরি, নেটওয়ার্কিং ও সাক্ষাৎকার বিষয়ক রিসোর্স প্রদান করা হবে। দ্বিতীয় মডিউলে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিদের নেতৃত্বে থাকবে লিডারশিপ, ডিজিটাল ট্রান্সফরমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপর কোর্স। এছাড়াও পুরো প্রোগ্রাম জুড়ে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পরিচালনায় থাকবে বিভিন্ন মাস্টারক্লাস ও লাইভ সেশন।
এই অসামান্য অর্জনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে সালমান বলেন, ‘এমন একটি সম্মানজনক প্রোগ্রামের জন্য নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এটি আমার জন্য শুধু একটি শিক্ষামূলক সুযোগই নয়, বরং বিশ্বের বিভিন্ন দেশের মেধাবীদের সাথে পরিচিত হওয়ার এবং তাদের থেকে শেখার একটি বিশাল প্ল্যাটফর্ম। আমার এই অর্জনের পেছনে আমার বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনুপ্রেরণা অনেক বড় ভূমিকা রেখেছে। আমি এই প্রোগ্রামের মাধ্যমে বিশ্বমানের নেতৃত্বের দক্ষতা অর্জন করতে চাই এবং অর্জিত জ্ঞান দিয়ে নিজের কমিউনিটি ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে চাই।’
শিক্ষার্থীর এমন সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। তিনি বলেন, ‘সালমান ফারসি ও তার মতো মেধাবী শিক্ষার্থীরাই আমাদের বিশ্ববিদ্যালয়ের গৌরব। তাদের সাফল্য প্রমাণ করে যে, আমাদের শিক্ষার্থীরা শুধু একাডেমিক ক্ষেত্রেই নয়, বিশ্বমঞ্চেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম। সালমানের এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে একটি বড় অনুপ্রেরণা। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার মতো মেধাবী শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতা করতে সর্বদা প্রস্তুত। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।’
উল্লেখ্য যে, মোঃ সালমান রহমান, মিঠাপুকুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এবং কারমাইকেল কলেজ ,রংপুর থেকে এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০ পেয়েছেন।
























