০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বেরোবি শিক্ষকের জামিন শুনানি মঙ্গলবার

রংপুরে ছাত্র জনতার জুলাই আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হকের জামিন আবেদন করেছেন আইনজীবীরা। জামিন শুনানির জন্য
২৪ জুন মঙ্গলবার দিন ধার্য করেছেন বিচারক। আজ ২২ জুন রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ (হাজীরহাট আমলি আদালত) এর বিচারক মো. সোয়েবুর
রহমানের আদালতে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে তাদের বক্তব্য শুনে মঙ্গলবার
জামিন শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক। এসময় আদালত চত্ত্বরে বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্লোগান দিতে থাকেন। তারা মাহমুদুল হককে মামলা থেকে অব্যাহতি
দেওয়ার দাবি জানান এবং এই মামলাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দেন। মাহমুদুল হকের আইনজীবী
অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, আমরা আদালতে মাহমুদুল হকের জামিনের আবেদন করা হয়।
আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং পরবর্তী শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেছেন। আমরা
ন্যায়বিচার পাব। তিনি বলেন, যে মামলায় তাকে আসামি করা হয়েছে মামলার বাদী এ বিষয়ে
জানেন না। আবু সাঈদ হত্যাকান্ডের পর যে শিক্ষক প্রতিবাদ জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা এবং
গ্রেফতার করা জুলাই চেতনার পরিপন্থি। আদালত চত্ত্বরে মাহমুদুল হকের স্ত্রী মাসুবা হাসান মুন
বলেন, আশা করেছিলাম, তাকে সম্মানের সঙ্গে বাড়ি ফিরিয়ে নিতে পারব। গত ১৯ জুন
বৃহস্পতিবার বিকালে ছমেস উদ্দিন হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হককে গ্রেফতার করে পুলিশ। তার
গ্রেফতরের পর শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে প্রতিবাদ জানান। তারা অবিলম্বে
মাহমুদুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং ঘটনাটিকে স্বাধীন চিন্তার ওপর আঘাত
হিসেবে আখ্যা দেন।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস ব্যবহার করায় গুড়িয়ে দেয়া হয় দু’টি প্রতিষ্ঠান, একটি প্রতিষ্ঠানকে জরিমানা

বেরোবি শিক্ষকের জামিন শুনানি মঙ্গলবার

আপডেট সময় : ০৩:৫২:৩২ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫

রংপুরে ছাত্র জনতার জুলাই আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহমুদুল হকের জামিন আবেদন করেছেন আইনজীবীরা। জামিন শুনানির জন্য
২৪ জুন মঙ্গলবার দিন ধার্য করেছেন বিচারক। আজ ২২ জুন রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ (হাজীরহাট আমলি আদালত) এর বিচারক মো. সোয়েবুর
রহমানের আদালতে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে তাদের বক্তব্য শুনে মঙ্গলবার
জামিন শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক। এসময় আদালত চত্ত্বরে বেগম রোকেয়া
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শ্লোগান দিতে থাকেন। তারা মাহমুদুল হককে মামলা থেকে অব্যাহতি
দেওয়ার দাবি জানান এবং এই মামলাকে ষড়যন্ত্রমূলক আখ্যা দেন। মাহমুদুল হকের আইনজীবী
অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, আমরা আদালতে মাহমুদুল হকের জামিনের আবেদন করা হয়।
আদালত আমাদের বক্তব্য শুনেছেন এবং পরবর্তী শুনানির জন্য ২৪ জুন দিন ধার্য করেছেন। আমরা
ন্যায়বিচার পাব। তিনি বলেন, যে মামলায় তাকে আসামি করা হয়েছে মামলার বাদী এ বিষয়ে
জানেন না। আবু সাঈদ হত্যাকান্ডের পর যে শিক্ষক প্রতিবাদ জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা এবং
গ্রেফতার করা জুলাই চেতনার পরিপন্থি। আদালত চত্ত্বরে মাহমুদুল হকের স্ত্রী মাসুবা হাসান মুন
বলেন, আশা করেছিলাম, তাকে সম্মানের সঙ্গে বাড়ি ফিরিয়ে নিতে পারব। গত ১৯ জুন
বৃহস্পতিবার বিকালে ছমেস উদ্দিন হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হককে গ্রেফতার করে পুলিশ। তার
গ্রেফতরের পর শিক্ষক ও শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে প্রতিবাদ জানান। তারা অবিলম্বে
মাহমুদুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং ঘটনাটিকে স্বাধীন চিন্তার ওপর আঘাত
হিসেবে আখ্যা দেন।