চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাইন্টিফিক স্কুল ফরিদগঞ্জে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ জুন) থেকে রবিবার (২২ জুন) রাতের কোনো এক সময় চোরেরা এই ঘটনা ঘটায়।
বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক সাংবাদিক মো. আক্তার হোসাইন ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার প্রতিদিনের মতো ছুটির পর স্কুল বন্ধ করে সবাই বাড়ি চলে যান। কিন্তু রবিবার সকালে পরিচ্ছন্নতাকর্মী কিরণ বেগম বিদ্যালয়ে এসে দেখেন, নবম শ্রেণির কক্ষটি ভিতর থেকে লক। পরে খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ এসে দেখতে পান, পেছনের টিন কেটে কেউ ভিতরে ঢুকে দুটি কক্ষ থেকে চারটি সিলিং ফ্যান ও বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম জানান, অভিযোগ পাওয়া গেছে। চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
























