এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের শুরুতেই আলোচনায় উঠে এসেছে দক্ষিণ কোরিয়ার ক্লাব উলসান হিউন্দাই। তবে সেটা মাঠের পারফরম্যান্সের জন্য নয়, বরং তাদের জার্সির জন্য!
মাঠে নেমে দেখা গেল—উলসানের খেলোয়াড়রা পরে আছেন এমন এক জার্সি, যা হুবহু আর্জেন্টিনা জাতীয় দলের ঐতিহ্যবাহী নীল-সাদা স্ট্রাইপের মতো দেখতে! দূর থেকে দেখলে বিভ্রান্ত হওয়াটা একেবারে স্বাভাবিক।
উলসানের এই জার্সি ঘিরে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা আলোচনা। কেউ কেউ এটিকে বলছেন “এশিয়ান আলবিসেলেস্তে”, কেউ আবার মজা করে লিখছেন, “লিওনেল মেসি কোথায়?”
জার্সিটির নকশায় রয়েছে আকাশি ও সাদা রঙের খাড়া স্ট্রাইপ, যা আর্জেন্টিনার জাতীয় দলের সবচেয়ে পরিচিত রূপ। যদিও ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, এটি তাদের ঐতিহ্যবাহী কালারের এক নতুন রূপান্তর, তবুও এই মিলটা অস্বীকার করার উপায় নেই।
দক্ষিণ কোরিয়ার ক্লাবগুলোর সাধারণত নিজস্ব রঙ ও ডিজাইন থাকে—উলসানের ক্ষেত্রেও তাই। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টে এসে এই ‘আর্জেন্টাইন জার্সি’ ধাঁচে অবতরণ কিছুটা বিস্ময়কর।
বিশেষজ্ঞরা বলছেন, এটি হয়তো ফ্যাশনের দিক থেকে এক সাহসী পদক্ষেপ, কিংবা ক্লাবটির ব্র্যান্ডিংয়ের অংশ। কেউ কেউ আবার বলছেন, এটা মেসি–আর্জেন্টিনা–বিশ্বকাপ জয়ের সাফল্যকে এক ধরনের শ্রদ্ধা জানানোর চেষ্টাও হতে পারে।
একদিকে যেমন অনেকে উলসানের এই ব্যতিক্রমী জার্সির প্রশংসা করেছেন, অন্যদিকে আবার আর্জেন্টিনার কিছু সমর্থক একে ‘নকল’ বলে আখ্যা দিয়েছেন।
তবে বিতর্ক যা-ই হোক, উলসান হিউন্দাই এবার মাঠে নামার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছে—এবং সেটা শুধুমাত্র ফুটবল নয়, ফ্যাশনের দিক থেকেও।
আরকে/সবা
শিরোনাম
যে ক্লাবের জার্সি দেখে চমকে উঠেছে ফুটবল দুনিয়া!
-
ক্রীড়া ডেস্ক - আপডেট সময় : ০৫:৫৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- ।
- 187
জনপ্রিয় সংবাদ


























