কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইসলামিক রিলিফ বাংলাদেশ কর্তৃক ২৭৫০ জন অধিকারভোগী সদস্যের মাঝে বিভিন্ন রকমের ফল গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৩শে জুন সোমবার সকাল সাড়ে দশ ঘটিকায় সংস্থার উপজেলা কার্যালয় প্রাঙ্গণে এসব চারা বিতরণ হয়। এলিমিনেশন অব এক্সট্রিম পোভার্টি ইন বাংলাদেশ এর প্রকল্প হিসেবে ইসলামিক রিলিফ ইউকে’র অর্থায়নে ইসলামিক রিলিফ বাংলাদেশ এসব চারা বিতরণ কার্যক্রমের আয়োজন করেন। ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজারহাটের প্রজেক্ট অফিসার মঞ্জরুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শরিফ আহমেদ। এছাড়াও ফারুক হোসেন মনিটরিং অফিসার ও সকল সহকারী প্রজেক্ট অফিসারগণ সহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
গাছের চারা বিতরণ কালে অতিথিগণ ফলদ ও বনজ গাছের চারা রোপণে উৎসাহ প্রদান করে শুভেচ্ছা বক্তব্য পেশ করেন।
শিরোনাম
রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের বিভিন্ন ফল গাছের চারা বিতরণ
-
রাজারহাট কুড়িগ্রাম প্রতিনিধি - আপডেট সময় : ০১:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫
- ।
- 182
জনপ্রিয় সংবাদ
























