১২:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের অপথালমোলজি ক্যাম্পাসে ফের বিক্ষোভ

নগরীর ফয়’স লেক মোড়ের অদূরে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থিত ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজি ক্যাম্পাসে গতকাল চার দফা দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১৬ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বন্ধ করে দেয়ার হুমকি দেন। শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হচ্ছে– আইসিও’তে নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রসপেক্টাস (বিজ্ঞপ্তি) থেকে কেন ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস কথাটি উঠিয়ে দেওয়া হলো তার জবাবদিহিতা করতে হবে এবং তা পুনর্বহাল করতে হবে। অপটোমেট্রি বিষয়টিকে ‘ফ্যাকাল্টি অব হেলথ টেকনোলজি’ থেকে সরিয়ে ‘ফ্যাকাল্টি অব মেডিসিন’–এ অন্তর্ভুক্ত করতে হবে অথবা অপটোমেট্রির জন্য একটি পৃথক ও স্বতন্ত্র ফ্যাকাল্টি অব অপটোমেট্রি গঠন করতে হবে। এছাড়া কারিকুলাম পুনর্বিন্যাস–যেমন, এক বছর ইন্টার্নি অন্তর্ভূক্তি করতে হবে, কারিকুলাম মান উন্নীত করে আন্তর্জাতিকমানের করতে হবে, আমাদের ক্লিনিক্যাল সংযুক্তি দ্বিতীয় বর্ষ থেকে কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে। আন্দোলনকারীদের একজন ১৪তম ব্যাচের মোহাম্মদ সাব্বির মিয়া বলেন, আমরা অপটোমেট্রিস্ট হিসেবে স্বাধীনভাবে প্র্যাকটিস করতে চাই। এছাড়া বর্তমান ত্রুটিপূর্ণ কারিকুলাম পরিবর্তন করে আধুনিক করতে হবে। এক বছরের ইন্টার্নশিপ চালু করতে হবে। আমরা ডাক্তারদের সহকারী হিসেবে কাজ করার জন্য এখানে পড়তে আসিনি। আমাদেরকে কর্তৃপক্ষ গভর্নিং বডির সভা থেকে আমাদের সার্বিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। আমাদের কথা পরিষ্কার–আমরা কোনো ধরনের চাপিয়ে দেয়া সিদ্ধান্ত মেনে নিবো না। আমাদের দাবি মানা না হলে আমরা ১৬ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বন্ধ করে দিবো। প্রয়োজনে যত কঠোর হতে হয়, আমরা হবো।

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম চক্ষু হাসপাতালের অপথালমোলজি ক্যাম্পাসে ফের বিক্ষোভ

আপডেট সময় : ০৮:০০:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

নগরীর ফয়’স লেক মোড়ের অদূরে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থিত ইনস্টিটিউট অব কমিউনিটি অপথালমোলজি ক্যাম্পাসে গতকাল চার দফা দাবিতে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। দাবি মানা না হলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ১৬ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বন্ধ করে দেয়ার হুমকি দেন। শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হচ্ছে– আইসিও’তে নতুন শিক্ষাবর্ষের ভর্তির প্রসপেক্টাস (বিজ্ঞপ্তি) থেকে কেন ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস কথাটি উঠিয়ে দেওয়া হলো তার জবাবদিহিতা করতে হবে এবং তা পুনর্বহাল করতে হবে। অপটোমেট্রি বিষয়টিকে ‘ফ্যাকাল্টি অব হেলথ টেকনোলজি’ থেকে সরিয়ে ‘ফ্যাকাল্টি অব মেডিসিন’–এ অন্তর্ভুক্ত করতে হবে অথবা অপটোমেট্রির জন্য একটি পৃথক ও স্বতন্ত্র ফ্যাকাল্টি অব অপটোমেট্রি গঠন করতে হবে। এছাড়া কারিকুলাম পুনর্বিন্যাস–যেমন, এক বছর ইন্টার্নি অন্তর্ভূক্তি করতে হবে, কারিকুলাম মান উন্নীত করে আন্তর্জাতিকমানের করতে হবে, আমাদের ক্লিনিক্যাল সংযুক্তি দ্বিতীয় বর্ষ থেকে কোর্স কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে। আন্দোলনকারীদের একজন ১৪তম ব্যাচের মোহাম্মদ সাব্বির মিয়া বলেন, আমরা অপটোমেট্রিস্ট হিসেবে স্বাধীনভাবে প্র্যাকটিস করতে চাই। এছাড়া বর্তমান ত্রুটিপূর্ণ কারিকুলাম পরিবর্তন করে আধুনিক করতে হবে। এক বছরের ইন্টার্নশিপ চালু করতে হবে। আমরা ডাক্তারদের সহকারী হিসেবে কাজ করার জন্য এখানে পড়তে আসিনি। আমাদেরকে কর্তৃপক্ষ গভর্নিং বডির সভা থেকে আমাদের সার্বিক বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। আমাদের কথা পরিষ্কার–আমরা কোনো ধরনের চাপিয়ে দেয়া সিদ্ধান্ত মেনে নিবো না। আমাদের দাবি মানা না হলে আমরা ১৬ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম বন্ধ করে দিবো। প্রয়োজনে যত কঠোর হতে হয়, আমরা হবো।