০৫:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শুভ জন্মদিন, এলএম টেন!

  • রুমেল খান
  • আপডেট সময় : ০২:৪২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • 122

আজ ২৪ জুন, ৩৮তম জন্মদিন তাঁর।
অবিশ্বাস্য সব পরিসংখ্যান ও সফলতার বিচারে পেলে-ম্যারাডোনাকে ছাপিয়ে তিনিই সর্বকালের সেরা ফুটবলার। মাঠে ফুটবল নিয়ে যেসব কান্ড-কারখানা করেছেন, সেটা লিখেই কূল পান না ক্রীড়া সাংবাদিকরা। বল নিয়ে অবিশ্বাস্য, সৃষ্টিশীল কারুকাজ করা, মনোমুগ্ধকর ও প্রচন্ড গতিশীল ড্রিবলিং করে একাই প্রতিপক্ষের পাঁচজনকে ছিটকে ফেলা, ম্যাচের পর ম্যাচ, বছরের পর বছর অবিশ্বাস্য নৈপুণ্যের ধারাবাহিকতা বজায় রাখা, চোখ ধাঁধানো গোলের বন্যা বইয়ে দেয়া, সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতা … সবমিলিয়ে তিনি যেন ভিনগ্রহের কোন ফুটবলার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির কথাই বলছি। জাতীয় দল ও তিনটি ক্লাবের জাসির্তে জিতেছেন বিশ্বকাপসহ ৪৪টি শিরোপা, যা বিশ্বরেকর্ড।
মেসি অসাধারণ, অপ্রতিরোধ্য, অবিসংবাদিত। অভিধানে যত রকম প্রশংসাসূচক শব্দ আছে তার সবগুলো ব্যবহারের পরেও মনে হয় সঠিকভাবে বর্ণনা করা যাবে না এই খুদে জাদুকরকে। বার্সেলোনার সাবেক কোচ আর্নেস্ত ভালভার্দে বলেছিলেন, ‘মেসিকে বর্ণনা করার মতো যথেষ্ট পরিমাণে প্রশংসাসূচক শব্দ পৃথিবীতে এখনও আবিষ্কারই হয়নি।’
স্প্যানিশ অভিধানে লিওনেল মেসির নাম থেকে উদ্ভব হয়েছে ‘ইনমেসিওনান্তে’ নামের প্রশংসাসূচক শব্দটি। যার অর্থ করলে দাঁড়ায়, ‘দ্য পারফেক্ট ওয়ে টু প্লে সকার’ বা ফুটবল খেলার সবচেয়ে সঠিক উপায়।
যারা মেসি ভক্ত, মেসি অন্তঃপ্রাণ তাদের সবার হৃদয়ের কথা একটাই, ‘মেসি, ফুটবলের জন্য তোমাকে নয়, তোমার জন্য ফুটবলকে ভালোবাসি। আমাদের সৌভাগ্য, তোমার খেলা দেখেছি, বেঁচে ছিলাম তোমার সময়ে!’
শুভ জন্মদিন মেসি!
আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

স্মৃতিসৌধে তারেক রহমান

শুভ জন্মদিন, এলএম টেন!

আপডেট সময় : ০২:৪২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

আজ ২৪ জুন, ৩৮তম জন্মদিন তাঁর।
অবিশ্বাস্য সব পরিসংখ্যান ও সফলতার বিচারে পেলে-ম্যারাডোনাকে ছাপিয়ে তিনিই সর্বকালের সেরা ফুটবলার। মাঠে ফুটবল নিয়ে যেসব কান্ড-কারখানা করেছেন, সেটা লিখেই কূল পান না ক্রীড়া সাংবাদিকরা। বল নিয়ে অবিশ্বাস্য, সৃষ্টিশীল কারুকাজ করা, মনোমুগ্ধকর ও প্রচন্ড গতিশীল ড্রিবলিং করে একাই প্রতিপক্ষের পাঁচজনকে ছিটকে ফেলা, ম্যাচের পর ম্যাচ, বছরের পর বছর অবিশ্বাস্য নৈপুণ্যের ধারাবাহিকতা বজায় রাখা, চোখ ধাঁধানো গোলের বন্যা বইয়ে দেয়া, সতীর্থদের দিয়ে গোল করানোর দক্ষতা … সবমিলিয়ে তিনি যেন ভিনগ্রহের কোন ফুটবলার। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসির কথাই বলছি। জাতীয় দল ও তিনটি ক্লাবের জাসির্তে জিতেছেন বিশ্বকাপসহ ৪৪টি শিরোপা, যা বিশ্বরেকর্ড।
মেসি অসাধারণ, অপ্রতিরোধ্য, অবিসংবাদিত। অভিধানে যত রকম প্রশংসাসূচক শব্দ আছে তার সবগুলো ব্যবহারের পরেও মনে হয় সঠিকভাবে বর্ণনা করা যাবে না এই খুদে জাদুকরকে। বার্সেলোনার সাবেক কোচ আর্নেস্ত ভালভার্দে বলেছিলেন, ‘মেসিকে বর্ণনা করার মতো যথেষ্ট পরিমাণে প্রশংসাসূচক শব্দ পৃথিবীতে এখনও আবিষ্কারই হয়নি।’
স্প্যানিশ অভিধানে লিওনেল মেসির নাম থেকে উদ্ভব হয়েছে ‘ইনমেসিওনান্তে’ নামের প্রশংসাসূচক শব্দটি। যার অর্থ করলে দাঁড়ায়, ‘দ্য পারফেক্ট ওয়ে টু প্লে সকার’ বা ফুটবল খেলার সবচেয়ে সঠিক উপায়।
যারা মেসি ভক্ত, মেসি অন্তঃপ্রাণ তাদের সবার হৃদয়ের কথা একটাই, ‘মেসি, ফুটবলের জন্য তোমাকে নয়, তোমার জন্য ফুটবলকে ভালোবাসি। আমাদের সৌভাগ্য, তোমার খেলা দেখেছি, বেঁচে ছিলাম তোমার সময়ে!’
শুভ জন্মদিন মেসি!
আরকে/সবা