রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে এক রোগীর শরীরে
টিটেনাস সংক্রমণ পাওয়া গেছে। ঘটনার পর অন্যান্য রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। সংক্রমিত
রোগীকে আইসোলেশনে নেওয়া হয়েছে। গত সোমবার রাত ৯টার দিকে আইসিইউ ইনচার্জ ডা.
এ বি এম মারুফ হাসান বলেন, রোগীশূন্য আইসিইউ জীবাণুমুক্ত করে পুনরায় রোগী ভর্তি করা
হবে। ওয়ার্ড জীবাণুমুক্ত না হওয়া পর্যন্ত করোনার জন্য প্রস্তুত রাখা আইসিইউয়ে রোগীদের সেবা
চলবে। ডিউটি ডাক্তার আব্দুল্লাহেল বারী বলেন, আইসিইউতে ৯ বেডের মধ্যে ৯টিতেই রোগী
থাকে। এর মধ্যে একজনের টিটেনাস সংক্রমণ সোমবার দুপুরে শনাক্ত হয়। এর আগে সার্জারি
ওয়ার্ড থেকে ওই রোগীকে সরাসরি আইসিইউতে ভর্তি করানো হয়। টিটেনাস সংক্রমণ শনাক্তের
পরপরই রোগীকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। অন্য রোগীদের করোনার জন্য
প্রস্তুত রাখা আইসিইউ বেডে নেওয়া হয়েছে। সেই সঙ্গে যাদের অবস্থা একটু ভালো, তাদের
বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। দুইজন রোগী এখনও ওয়ার্ডেই আছে। মঙ্গলবার অন্য
কোথাও তাদের স্থানান্তর করার কথা রয়েছে। এদিকে, আইসিইউ ওয়ার্ডে টিটেনাস সংক্রমণ হওয়ার
সংবাদ জানাজানি হওয়ার পরপরই সংকটাপন্ন রোগীর পরিবারের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরেই
হাসপাতাল থেকে রোগীদের অবস্থা অনুযায়ী তাদের স্থানান্তর করা হয়।
শিরোনাম
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে এক রোগীর শরীরে টিটেনাস
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০২:৪২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- ।
- 226
জনপ্রিয় সংবাদ
























