১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁয় ধামইরহাটে সড়ক পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাটে সড়কের উপর থেকে শাহাদাত হোসেন (২৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩জুন (সোমবার) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের উপজেলার ধানতাড়া এলাকার মোড়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত হোসেন পাশ্ববর্তী ফতেপুর এলাকার মো. খোকার ছেলে এবং ধামইরহাট উপজেলার আমাইতাড়া বাজারে বাসস্ট্যান্ডের সামনে মোবাইল ফোনের বিভিন্ন এক্সেসরিজের ব্যবসা করতেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর জানান, রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাতেই মরদেহটি উদ্ধার করে থানায় আসেন। নিহতের পাশেই আটোরিকশার কিছু যন্ত্রাংশ পাওয়া গেছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গার ক্ষত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানে কেনা-বেচা শেষে গ্রামের বাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি দায়ের শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় ধামইরহাটে সড়ক পাশ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

নওগাঁর ধামইরহাটে সড়কের উপর থেকে শাহাদাত হোসেন (২৮) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৩জুন (সোমবার) দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ধামইরহাট-পত্নীতলা আঞ্চলিক সড়কের উপজেলার ধানতাড়া এলাকার মোড়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাদাত হোসেন পাশ্ববর্তী ফতেপুর এলাকার মো. খোকার ছেলে এবং ধামইরহাট উপজেলার আমাইতাড়া বাজারে বাসস্ট্যান্ডের সামনে মোবাইল ফোনের বিভিন্ন এক্সেসরিজের ব্যবসা করতেন।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর জানান, রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাতেই মরদেহটি উদ্ধার করে থানায় আসেন। নিহতের পাশেই আটোরিকশার কিছু যন্ত্রাংশ পাওয়া গেছে। তার মাথাসহ শরীরের বিভিন্ন জায়গার ক্ষত দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দোকানে কেনা-বেচা শেষে গ্রামের বাড়ি যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিনি নিহত হয়েছেন।
তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি দায়ের শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এমআর/সবা