০৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

অলিম্পিক দিবসে ১৬ অলিম্পিয়ান সম্মানিত

সাবেক দ্রুততম মানবী নাজমুন নাহার বিউটিকে সম্মাননা দেওয়া হচ্ছে

 

র‌্যালি হলো। অনুষ্ঠানও হলো। প্রতি বছরই এটা হয়ে থাকে। তবে এবারের অলিম্পিক ডে রানে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। অলিম্পিয়ান ক্রীড়াবিদদের বিশেষভাবে সম্মানিত করেছে বিওএ।
আজ মঙ্গলবার সকালে অলিম্পিক দিবস উপলক্ষে ডে রানের আয়োজন করা হয়। র‌্যালি শেষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১৬ অলিম্পিয়ানকে সম্মাননা সনদ দেওয়া হয়। ডে রানে গতানুগতিক কর্মসূচির বাইরে এবারই প্রথম এই আয়োজন। বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান র‌্যালিতে অংশ নেন এবং অলিম্পিয়ানদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। ডে রানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল— ‘আসুন আমরা স্বাস্থ্য ও সম্প্রদায়ের জন্য একসঙ্গে এগিয়ে চলি’।


সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে র‌্যালি সচিবালয়ের সামনের রাস্তা প্রদক্ষিণ করে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়। খেলোয়াড়, কর্মকর্তা, কোচ, আম্পায়ারসহ নানা অঙ্গনের ব্যক্তিবর্গ ছিলেন র‌্যালিতে।
বাংলাদেশের অন্যতম কিংবদন্তি শূটার সাইফুল আলম রিংকি বিওএর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘অলিম্পিক সবচেয়ে বড় ক্রীড়া আসর। অলিম্পিয়ানদের মর্যাদা ও সম্মান অনেক বেশি। বাংলাদেশে অলিম্পিয়ানদের নিভৃতেই থাকতে হয়। অলিম্পিক ডেতে অলিম্পিয়ানদের সম্মাননা ভালো উদ্যোগ। এতে নতুন প্রজন্ম অলিম্পিয়ানদের সম্পর্কে জানার সুযোগ পায় ও অলিম্পিয়ানরাও গর্বিত হয়।’

অলিম্পিক ডে রানের একটি দৃশ্য

১৯৮৬ সাল থেকে বাংলাদেশ অলিম্পিকে অংশ নিয়ে আসছে। সাবেক দ্রুততম মানব সাইদুর রহমান ডন সেই অলিম্পিকে একমাত্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০২৪ প্যারিস অলিম্পিক পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ক্রীড়াবিদ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে অংশ নিয়েছেন। সাইদুর রহমান ডন, বিমল চন্দ্র তরফদার, দিয়া সিদ্দিকী, রোমান সানাদের মতো অনেকেই প্রবাস জীবন বেছে নিয়েছেন। শুটার আতিক দুনিয়া ছেড়েই চলে গেছেন। তবে সাইফুল আলম রিংকি, আসিফ হোসেন খান, আবদুল্লাহ হেল বাকী, সাঁতারু মাহফিজুর রহমান, সোনিয়া আক্তার টুম্পা, স্প্রিন্টার শিরিন আক্তার, নাজমুন নাহার বিউটিসহ আরও কয়েকজন সম্মাননা পদক পেয়েছেন।

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

রংপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, বাসচালক আটক

অলিম্পিক দিবসে ১৬ অলিম্পিয়ান সম্মানিত

আপডেট সময় : ০৭:০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

 

র‌্যালি হলো। অনুষ্ঠানও হলো। প্রতি বছরই এটা হয়ে থাকে। তবে এবারের অলিম্পিক ডে রানে ব্যতিক্রমধর্মী আয়োজন করেছিল বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)। অলিম্পিয়ান ক্রীড়াবিদদের বিশেষভাবে সম্মানিত করেছে বিওএ।
আজ মঙ্গলবার সকালে অলিম্পিক দিবস উপলক্ষে ডে রানের আয়োজন করা হয়। র‌্যালি শেষে ঢাকা জাতীয় স্টেডিয়ামে ১৬ অলিম্পিয়ানকে সম্মাননা সনদ দেওয়া হয়। ডে রানে গতানুগতিক কর্মসূচির বাইরে এবারই প্রথম এই আয়োজন। বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান র‌্যালিতে অংশ নেন এবং অলিম্পিয়ানদের হাতে সম্মাননা সনদ তুলে দেন। ডে রানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল— ‘আসুন আমরা স্বাস্থ্য ও সম্প্রদায়ের জন্য একসঙ্গে এগিয়ে চলি’।


সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে র‌্যালি সচিবালয়ের সামনের রাস্তা প্রদক্ষিণ করে জাতীয় স্টেডিয়ামে এসে শেষ হয়। খেলোয়াড়, কর্মকর্তা, কোচ, আম্পায়ারসহ নানা অঙ্গনের ব্যক্তিবর্গ ছিলেন র‌্যালিতে।
বাংলাদেশের অন্যতম কিংবদন্তি শূটার সাইফুল আলম রিংকি বিওএর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ‘অলিম্পিক সবচেয়ে বড় ক্রীড়া আসর। অলিম্পিয়ানদের মর্যাদা ও সম্মান অনেক বেশি। বাংলাদেশে অলিম্পিয়ানদের নিভৃতেই থাকতে হয়। অলিম্পিক ডেতে অলিম্পিয়ানদের সম্মাননা ভালো উদ্যোগ। এতে নতুন প্রজন্ম অলিম্পিয়ানদের সম্পর্কে জানার সুযোগ পায় ও অলিম্পিয়ানরাও গর্বিত হয়।’

অলিম্পিক ডে রানের একটি দৃশ্য

১৯৮৬ সাল থেকে বাংলাদেশ অলিম্পিকে অংশ নিয়ে আসছে। সাবেক দ্রুততম মানব সাইদুর রহমান ডন সেই অলিম্পিকে একমাত্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। ২০২৪ প্যারিস অলিম্পিক পর্যন্ত প্রায় অর্ধশতাধিক ক্রীড়াবিদ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে অংশ নিয়েছেন। সাইদুর রহমান ডন, বিমল চন্দ্র তরফদার, দিয়া সিদ্দিকী, রোমান সানাদের মতো অনেকেই প্রবাস জীবন বেছে নিয়েছেন। শুটার আতিক দুনিয়া ছেড়েই চলে গেছেন। তবে সাইফুল আলম রিংকি, আসিফ হোসেন খান, আবদুল্লাহ হেল বাকী, সাঁতারু মাহফিজুর রহমান, সোনিয়া আক্তার টুম্পা, স্প্রিন্টার শিরিন আক্তার, নাজমুন নাহার বিউটিসহ আরও কয়েকজন সম্মাননা পদক পেয়েছেন।

আরকে/সবা