মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের চাকরির নিরাপত্তা,পদোন্নতি ও আর্থিক সুরক্ষা নিশ্চিতসহ ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন,নান্দাইল উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে-নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা যুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা, চাকরির নিরাপত্তা ও আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং মাঠ পর্যায়ের বাস্তবতা বিবেচনায় নীতিমালায় পরিবর্তন আনা।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন নান্দাইল উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল আলী ভূঁইয়া বলেন,“স্বাস্থ্য সহকারীরা দেশের টিকাদান কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ ও প্রাথমিক স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু দুঃখজনকভাবে এখনও আমাদের টেকনিক্যাল মর্যাদা দেওয়া হয়নি, নেই ন্যায্য গ্রেড ও আর্থিক সুরক্ষা।আমরা চাই,নিয়োগবিধি সংশোধন করে স্নাতক পর্যায়ের যোগ্যতা যুক্ত করে অন্তত ১৪তম গ্রেডে আমাদের মূল্যায়ন করা হোক। পাশাপাশি ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীত করার সুযোগও দিতে হবে।”
তিনি আরও বলেন,“আমরা যেসব দাবি করছি,সেগুলো কোনো বিলাসিতা নয়—বরং বাস্তবতা নির্ভর ও ন্যায্য।স্বাস্থ্য সহকারীরা টেকনিক্যাল পদ হিসেবে স্বীকৃতি পেলে কাজের মান ও মনোবল দুই-ই বাড়বে। সরকারের প্রতি অনুরোধ,এসব দাবি দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।”
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আবু ওবায়দুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচিতে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল স্বাস্থ্য সহকারী উপস্থিত ছিলেন।
নেতারা জানান,এ কর্মসূচির মধ্য দিয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করাই তাদের উদ্দেশ্য। দাবি বাস্তবায়নে গড়িমসি হলে পরবর্তী কর্মসূচির ঘোষণা আসবে বলেও সতর্ক করেন তারা।
এমআর/সবা
শিরোনাম
নান্দাইলে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি
-
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ০৯:৪৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
- ।
- 307
জনপ্রিয় সংবাদ
























