“মানবকল্যাণে সম্মিলিত প্রয়াস”—এই স্লোগানকে ধারণ করে নব গঠিত আদর্শ সমাজকল্যাণ পরিষদ তার মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এক অসুস্থ রোগীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করেছে। সংগঠনের আহ্বায়ক কমিটির উদ্যোগে এই অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক জনাব এম. এন. ছাপা, সদস্য সচিব ব্যাংকার মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক জনাব নূর খালেক শহীদ ও জনাব মোঃ আবছার, ব্যাংকার আনম নাছির উদ্দিন, এডভোকেট মোঃ আবুল কাশেম, জনাব মোঃ নূর উন নবী, যুগ্ম সচিব জনাব নুরুল আলম, ব্যাংকার দেলোয়ার হোসেন, সদস্য কাজী আব্দুল আজিজ, জহির উদ্দিন বাবর, নূর মোহাম্মদ রুবেল, ব্যাংকার জনাব সালাউদ্দিন, জনাব জাবেদুর রহমান এবং আরো উপস্থিত ছিলেন হাটহাজারী সাংবাদিক নেতা দৈনিক সংগ্রামের হাটহাজারী প্রতিনিধি ও শিক্ষক জনাব মো:একরামুল হক।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সমাজসেবা।” আদর্শ সমাজকল্যাণ পরিষদ ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষাংশে অসুস্থ রোগীর পরিবারের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়। উপস্থিত সকলে এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংগঠনের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।###
মোঃ একরামুল হক হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধি
























