শিক্ষার সার্বিক মান উন্নয়নের উদ্দেশ্যে রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া সরকারি কলেজের উদ্যোগে বুধবার (২৫ জুন) সকাল ১১টায় কলেজের সভা কক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র অধ্যাপক সুনিত মুৎসুদ্দি এর সঞ্চালনায় কলেজে অধ্যক্ষ আইযুব নুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইসুইখই মারমা। তিনি অভিভাবক সমাবেশে অত্র কলেজের শিক্ষার্থীদের অভিভাবকদের বিভিন্ন পরামর্শ ও সমস্যার কথা শুনেন।
তিনি অভিভাবকদের পরামর্শ ও অভিযোগ যাতে সহজে লাঘব করা যায় সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব প্রদানের জন্য অভিভাবকদের ও অগ্রনী ভূমিকা পালন করতে হবে।
বক্তারা বললেন, শিক্ষার্থীরা পড়ালেখায় ফাকি দিচ্ছে কিনা সে দিকে লক্ষ রাখতে হবে। কলেজের পড়ালেখার পাশাপাশি বাড়িতে পড়ালেখা করছে কিনা সে দিকে নজর দিতে হবে।
শিক্ষার্থীদের পড়ালেখায় ফাকি দেওয়ার অন্যতম কারন হচ্ছে ফেইসবুক, ইন্টারনেট, ইউটিউব, ইত্যাদি। তারা এদিকে আকৃষ্ট হয়ে পড়ালেখায় অমনুযোগী হয়ে পড়ছে কি-না এসবের কুফল সম্পর্কে ধারনা দেওয়া হয়।
এছাড়া কিছুদিন পরপর শিক্ষার্থীর বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের খোঁজ-খবর নেওয়ার জন্য আহবান জানান তিনি।
এ-সময় অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুইথুই অং মারমা, সাবেক কলেজ অধ্যক্ষ রফিক মিয়া তালুকদার উপজেলা , সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও প্রায় শতাধিক অভিভাবক গন উপস্থিত ছিলেন।
এমআর/সবা
শিরোনাম
বাঙ্গালহালিয়া সরকারি কলেজের শিক্ষার গুনগত মান-উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
-
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি - আপডেট সময় : ০৪:৩১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- ।
- 102
জনপ্রিয় সংবাদ
























