সন্ত্রাস, চাঁদাবাজি ও শ্রমিক হয়রানির প্রতিবাদে হাটহাজারীতে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৪ জুন) বিকেলে দক্ষিণ হাটহাজারীর কুয়াইশ নতুন রাস্তার মাথায় এই সমাবেশের আয়োজন করে সিএনজি শ্রমিক কল্যাণ সমিতি।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আবু তালেব চৌধুরী বলেন, “আগস্ট বিপ্লবের পরেও দেশে ফ্যাসিস্ট শক্তির কালো ছায়া বিরাজমান। এখনও স্ট্যান্ড, বাজার ও দোকানে চাঁদাবাজ ও সন্ত্রাসীরা সক্রিয়। এসব অপরাধীর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। চাঁদাবাজমুক্ত শান্তিপূর্ণ জনপদ গড়তে প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
সমাবেশে প্রধান বক্তা ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাটহাজারী উপজেলা উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলার আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম। তিনি বলেন, “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন জরুরি। সমাজে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা হলে সন্ত্রাস, চাঁদাবাজি দূর হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিএনজি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি ইসমাইল হোসেন জুয়েল এবং সঞ্চালনা করেন ফেডারেশনের হাটহাজারী উপজেলা সভাপতি এসএম রাশেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বকর চট্টগ্রাম মহানগর ট্রেড ইউনিয়ন সেক্রেটারি জাহাঙ্গীর আলম হাটহাজারী উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী বক্তারা বলেন, শ্রমিকরা ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত হচ্ছে। এই অবস্থা পরিবর্তনে সামাজিক ও রাজনৈতিক সচেতনতা জরুরি।
এমআর/সবা
শিরোনাম
হাটহাজারীতে সন্ত্রাস-চাঁদাবাজি ও শ্রমিক হয়রানির প্রতিবাদে সিএনজি শ্রমিক কল্যাণ সমিতির সমাবেশ
-
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- ।
- 277
জনপ্রিয় সংবাদ
























