“একটি হলেও বৃক্ষ রোপণ করব জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাটহাজারী উত্তর থানা শাখার উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ অভিযান–২০২৫।
এই কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার (২৩ জুন) হাটহাজারীর পশ্চিম মির্জাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বৃক্ষ বিতরণ অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম জেলা উত্তর শাখার অফিস সম্পাদক জনাব তানবিরুল ইসলাম।
সংগঠনের হাটহাজারী উত্তর থানার সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ওসমান গনী এবং চট্টগ্রাম জেলা উত্তর শাখার এইচআরডি সম্পাদক হাফেজ রায়হান উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, শুধু অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে প্রতিটি শিক্ষার্থী যেন অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেয়—এটাই হবে প্রকৃত সফলতা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
পরবর্তী কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বৃক্ষরোপণ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আয়োজক সংগঠন।
এমআর/সব
শিরোনাম
হাটহাজারীতে ছাত্রশিবিরের মাস ব্যাপী বৃক্ষরোপণ অভিযান
-
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি - আপডেট সময় : ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
- ।
- 224
জনপ্রিয় সংবাদ
























