০১:২৯ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীতে বন্ধ হয়ে যাওয়া সড়কের কাজ চালুর দাবিতে মানববন্ধন

হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজিয়া মজিদিয়া সড়কের সংস্কার কাজ পুনরায় শুরু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৫ জুন) বেলা ১২টায় মেখলের বড় পীর পাড়া এলাকায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন দেওয়ান নগর (মেখল) আজিজিয়া মজিদিয়া সিএনজি (ফোর স্ট্রোক) অটোরিকশা চালক সমবায় সমিতি লিমিটেড এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটির বিভিন্ন অংশ ভেঙে পড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার কাজ শুরু করলেও অজ্ঞাত কারণে কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়। চলমান বর্ষায় সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এই সড়কটি পৌর সদর বাসস্ট্যান্ড থেকে রমেশ মহাজন সড়ক হয়ে সুবেদার পুকুরপাড় ধরে চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে যুক্ত হয়েছে। এছাড়া এটি হালদা নদীর গড়দুয়ারা, মাদার্শা ইউনিয়ন, ফতেয়াবাদ, মাদারিপুল ও নজুমিয়াহাট হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সাথেও সংযুক্ত। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন, যার মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরাও।
সড়কের সংস্কার কাজের দায়িত্বে থাকা ঠিকাদার জুয়েল বলেন, “প্রকল্পের টাকা নিয়ে এক ব্যক্তি গা ঢাকা দিলে কাজ কিছুটা ব্যাহত হয়। বর্তমানে বর্ষার কারণে কাজ স্থগিত আছে। তবে বৃষ্টি কমলেই দ্রুত কাজ সম্পন্ন করা হবে।”
এ বিষয়ে হাটহাজারী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে বলেন, “সড়কটির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, “সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।”
এমআর

জনপ্রিয় সংবাদ

হাটহাজারীতে বন্ধ হয়ে যাওয়া সড়কের কাজ চালুর দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫

হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আজিজিয়া মজিদিয়া সড়কের সংস্কার কাজ পুনরায় শুরু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
বুধবার (২৫ জুন) বেলা ১২টায় মেখলের বড় পীর পাড়া এলাকায় সড়কের দুই পাশে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন দেওয়ান নগর (মেখল) আজিজিয়া মজিদিয়া সিএনজি (ফোর স্ট্রোক) অটোরিকশা চালক সমবায় সমিতি লিমিটেড এবং স্থানীয় সর্বস্তরের জনসাধারণ।
মানববন্ধনে বক্তারা বলেন, সড়কটির বিভিন্ন অংশ ভেঙে পড়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সংস্কার কাজ শুরু করলেও অজ্ঞাত কারণে কিছুদিন পর তা বন্ধ হয়ে যায়। চলমান বর্ষায় সড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ায় এলাকাবাসী ও শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এই সড়কটি পৌর সদর বাসস্ট্যান্ড থেকে রমেশ মহাজন সড়ক হয়ে সুবেদার পুকুরপাড় ধরে চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কে যুক্ত হয়েছে। এছাড়া এটি হালদা নদীর গড়দুয়ারা, মাদার্শা ইউনিয়ন, ফতেয়াবাদ, মাদারিপুল ও নজুমিয়াহাট হয়ে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের সাথেও সংযুক্ত। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করেন, যার মধ্যে রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরাও।
সড়কের সংস্কার কাজের দায়িত্বে থাকা ঠিকাদার জুয়েল বলেন, “প্রকল্পের টাকা নিয়ে এক ব্যক্তি গা ঢাকা দিলে কাজ কিছুটা ব্যাহত হয়। বর্তমানে বর্ষার কারণে কাজ স্থগিত আছে। তবে বৃষ্টি কমলেই দ্রুত কাজ সম্পন্ন করা হবে।”
এ বিষয়ে হাটহাজারী উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে বলেন, “সড়কটির বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, “সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানে পদক্ষেপ নেওয়া হবে।”
এমআর