২০২৬ সালে গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ২০ ক্রীড়াবিদ অংশ নিতে যাচ্ছেন। অ্যাথলেটিক্স, সুইমিং, বক্সিং ও জিমন্যাস্টিক্স—এই চার ডিসিপ্লিন থেকে ১৫ ক্রীড়াবিদ এবং কোয়ালিফাই করার শর্তে ভারোত্তোলন থেকে আরও পাঁচ ক্রীড়াবিদ অংশগ্রহণ করতে পারবেন।
আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে গত মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএর সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বিভিন্ন ফেডারেশনের অনুরোধের প্রেক্ষিতে এশিয়ান যুব গেমস, ইসলামিক সলিডারিটি গেমস এবং সাউথ এশিয়ান গেমসে ক্রীড়াবিদের সংখ্যা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্সকে আধুনিক মানের ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
সভায় বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এবিএম শেফাউল কবীর, উপমহাসচিব, কোষাধ্যক্ষ এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আরকে/সবা


























