বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ড. শফিকুর রহমান আগামী ৪ জুলাই (শুক্রবার) রংপুর জিলা স্কুল মাঠে জনসভায় যোগদান উপলক্ষ্যে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ জুন (বুধবার) রাতে পীরগাছা সরকারি কলেজ হলরুমে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোস্তাফিজার রহমান, দপ্তর সম্পাদক জাকির হোসেন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা আবু সুফিয়ান সুজন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারী জহির উদ্দিন জুয়েল সহ চার শতাধিক জামায়াতের নেতৃবৃন্দ।
এদিকে আগামী ৪ জুলাইয়ের জনসভাটি সফল ও স্বার্থক করতে রংপুর-৪ আসনের এমপি প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খান পথেপ্রান্তরে, হাট-বাজারে পোস্টার ও হ্যান্ডবিল নিয়ে প্রচার-প্রচারণা চালাতে দেখা গেছে। এ জনসভায় প্রায় দুই লক্ষ মানুষের গণজমায়েত হবে বলে আশা ব্যক্ত করেছেন আয়োজকরা।
রংপুর জেলা ও মহানগর জামায়াতের উদ্যোগে জনসভায় আরও উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য সদ্য কারামুক্ত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ আরও অনেকে।
এমআর/সবা
শিরোনাম
পীরগাছা ইউনিয়ন জামায়াতের আয়োজনে কর্মী সম্মেলন
-
পীরগাছা (রংপুর) প্রতিনিধি - আপডেট সময় : ০৬:৩০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- ।
- 162
জনপ্রিয় সংবাদ
























