আজ বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে “জাতীয় ভলিবল প্রতিযোগিতা ২০২৫ (৩০তম পুরুষ ও ২৫তম মহিলা)”-এর মূলপর্বের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক হাসান (সভাপতি, বাংলাদেশ ভলিবল ফেডারেশন এবং চেয়ারম্যান, বোর্ড অফ ট্রাস্টি, বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি)। বিশেষ অতিথি ছিলেন মির্জা সিফাত-ই-খোদা (পরিচালক, ক্রীড়া ও সংস্কৃতি, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী)।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এ্যাডহক কমিটির সহ-সভাপতি মাছুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, কোষাধ্যক্ষ ইমরান হায়দার কাঞ্চন, সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক সোহেল রানা লিংকন, নারী ভলিবল উপ-কমিটির সম্পাদক আমিরুল হোসেন আপন প্রমুখ। প্রতিযোগিতাটি আগামী ৩০ জুন পর্যন্ত চলবে।

আজকের খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশ নৌবাহিনী ২৫-৯, ২৫-১৭, ২৫-১৪ পয়েন্টে বগুড়া জেলাকে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-৯, ২৫-১৬,২৫-১৭ পয়েন্টে কুষ্টিয়া জেলাকে; নারী বিভাগে বাংলাদেশ পুলিশ ২৫-১৭, ২৫-১৩, ২৫-১৯ পয়েন্টে সাতক্ষীরা জেলাকে হারায়।
আরকে/সবা

























