০৯:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কেন মারা গেলেন ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার?

মাত্র ১৮ বছর বয়সেই অকালমৃত্যু হয়েছে ফুটবলার কামিলো নুইনের। আর্জেন্টিনার দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় সান তেলমোর হয়ে খেলেন তিনি। হাঁটুর সার্জারি করার সময় তার মৃত্যু হওয়ার কথা বললেও, সঠিক কারণ এখনও সামনে আসেনি। তরুণ এই মিডফিল্ডার বর্তমানে ফুটবলারদের আতঙ্ক ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরিতে (এসিএল) ভুগছিলেন। হাঁটুর জয়েন্ট ঠিক করতেই নুইনের সার্জারি প্রয়োজন ছিল বলে উল্লেখ করেছে ইএসপিএন।

সান তেলমো ক্লাবের মিডফিল্ডার কামিলো নুইন আর্জেন্টিনার প্রসিদ্ধ ক্লাব বোকা জুনিয়র্সের যুব একাডেমিতে বেড়ে উঠেছেন। সেখান থেকে ২০২২ সালে যোগ দেন সান তেলমো মূল দলে।

কামিলো নুইনের মৃত্যুতে শোক জানিয়েছে সান তেলমো ক্লাব কর্তৃপক্ষ। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছেন, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া এবং নির্বাহী কমিটি কামিলো নুইনের মৃত্যুতে শোক জানাচ্ছে। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

কেন মারা গেলেন ১৮ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবলার?

আপডেট সময় : ০৮:১৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

মাত্র ১৮ বছর বয়সেই অকালমৃত্যু হয়েছে ফুটবলার কামিলো নুইনের। আর্জেন্টিনার দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় সান তেলমোর হয়ে খেলেন তিনি। হাঁটুর সার্জারি করার সময় তার মৃত্যু হওয়ার কথা বললেও, সঠিক কারণ এখনও সামনে আসেনি। তরুণ এই মিডফিল্ডার বর্তমানে ফুটবলারদের আতঙ্ক ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরিতে (এসিএল) ভুগছিলেন। হাঁটুর জয়েন্ট ঠিক করতেই নুইনের সার্জারি প্রয়োজন ছিল বলে উল্লেখ করেছে ইএসপিএন।

সান তেলমো ক্লাবের মিডফিল্ডার কামিলো নুইন আর্জেন্টিনার প্রসিদ্ধ ক্লাব বোকা জুনিয়র্সের যুব একাডেমিতে বেড়ে উঠেছেন। সেখান থেকে ২০২২ সালে যোগ দেন সান তেলমো মূল দলে।

কামিলো নুইনের মৃত্যুতে শোক জানিয়েছে সান তেলমো ক্লাব কর্তৃপক্ষ। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছেন, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া এবং নির্বাহী কমিটি কামিলো নুইনের মৃত্যুতে শোক জানাচ্ছে। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা।’

আরকে/সবা