ওয়েস্ট ইন্ডিজের একজন তারকা ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ। সেটাও একজন-দুইজন নয়; ১১ জন নারী তার বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়ন এবং যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।
অভিযুক্ত ক্রিকেটার গায়ানার বাসিন্দা এবং বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের অংশ। দাবি করা হয়েছে, কমপক্ষে ১১ নারী, যাদের মধ্যে একজন কিশোরীও রয়েছেন, ওই ক্রিকেটারের
বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তবে এখন পর্যন্ত ওই ক্রিকেটারের বিরুদ্ধে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
অভিযুক্ত ক্রিকেটার নাকি ২০২৪ সালের জানুয়ারিতে গ্যাবায় অস্ট্রেলিয়াকে হারানো সেই ঐতিহাসিক টেস্ট দলে ছিলেন।
এই ঘটনায় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে গভীর বিতর্ক তৈরি হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত কিছু প্রমাণ বা মামলা সামনে আসেনি। বিষয়টি নিয়ে তদন্তের দাবি উঠছে ক্যারিবিয়ান মিডিয়ার বিভিন্ন মহলে।
আরকে/সবা

























