বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি (আংশিক) গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মো:আব্দুস সাত্তারকে আহ্বায়ক, মো:মিঠুন সরকার মিঠুনকে সদস্য সচিব এবং মো:এরশাদুল হক আসাদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (২৭ জুন) বিকেলে লালমনিরহাটে এক শোভাযাত্রা বের করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে হামার বাড়ি কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এছাড়াও জেলা ও পৌর বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
























