‘ডাক্তাররা বলেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। মেনিনজাইটিস শব্দটা শুনলেই ভয় লাগে, কিন্তু আমাদের জানানো হয়েছে এটি এখন নিয়ন্ত্রিত।
তার কতদিন হাসপাতালে থাকতে হবে বা কখন মাঠে ফিরতে পারবেন—এ ব্যাপারে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা নেই।’ কথাগুলো স্পেন জাতীয় নারী ফুটবল দলের কোচ মন্তসে তোমের। আর কথাগুলো বলেছেন স্পেন নারী দলের অন্যতম সেরা তারকা আইতানা বোনমাতিকে নিয়ে, যিনি টানা দুই বার জিতেছেন ব্যালন ডি’অর।
কঠিন রোগ মেনিনজাইটিসে (মস্তিষ্ক এবং মেরুদন্ডের চারপাশের ঝিল্লির প্রদাহ) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বোনমাতি। ইউরো ২০২৫ শুরুর মাত্র এক সপ্তাহ আগে এই দুঃসংবাদ পেল স্পেন।
২৭ বছর বয়সী বোনমাতি শুক্রবার জাপানের বিপক্ষে ৩-১ গোলের জয় পাওয়া প্রীতি ম্যাচে অংশ নেননি। সেই ম্যাচ চলাকালে ইনস্টাগ্রামে হাসপাতালের বিছানা থেকে ম্যাচ দেখার একটি ছবি শেয়ার করেন তিনি।
বার্সেলোনার হয়ে খেলা বোনমাতি ২০২৩ ও ২০২৪ সালের ফিফা উইমেনস প্লেয়ার অব দ্য ইয়ারও খেতাব জয়ী। জাতীয় দলের হয়ে ৭৮ ম্যাচে ৩০টি গোল করেছেন এই মিডফিল্ডার। স্পেনের ২০২৩ বিশ্বকাপ এবং নারীদের নেশনস লিগ জয়ে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
স্পেন নারী দল ইউরো ২০২৫ আসরে গ্রুপ ‘বি’তে পর্তুগাল, বেলজিয়াম ও ইতালির সঙ্গে খেলবে। ৩ জুলাই পর্তুগালের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।
আরকে/সবা


























