০৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

হাটহাজারীতে শিশু ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি বাবুল র‍্যাবের হাতে গ্রেপ্তার

চট্টগ্রামের হাটহাজারীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলার পলাতক আসামি মো. বাবুল (৪০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের একটি দল। ২৭ জুন ২০২৫ সকাল ৯টায় রাউজানের গহিরা বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র‍্যাব জানায়, গ্রেপ্তার বাবুল হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আদর্শ গ্রাম পশ্চিম পাহাড়ের মৃত রুহুল আমিনের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(৪)(খ) ধারায় হাটহাজারী থানায় মামলা (নং-০৮, তারিখ ১৬/০৪/২০২৫) রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।হাটহাজারী থানা পুলিশের আবেদনের পর র‍্যাব-৭ এর একটি দল বাবুলের অবস্থান শনাক্ত করে। অভিযানে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি সিমকার্ড, একটি মানিব্যাগ এবং ২৪০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মামলায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন।অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-৭, সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের অপারেশন কমান্ডার পুলিশ সুপার সাইফুর রহমান, পিপিএম। গ্রেপ্তারের পর বাবুলকে আইনি প্রক্রিয়ার জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফটিকছড়িতে সুষ্ঠু ভোট পরিচালনায় ডিসির আহ্বান

হাটহাজারীতে শিশু ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি বাবুল র‍্যাবের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫০:৪১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫

চট্টগ্রামের হাটহাজারীতে ৮ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলার পলাতক আসামি মো. বাবুল (৪০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের একটি দল। ২৭ জুন ২০২৫ সকাল ৯টায় রাউজানের গহিরা বাসস্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।র‍্যাব জানায়, গ্রেপ্তার বাবুল হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আদর্শ গ্রাম পশ্চিম পাহাড়ের মৃত রুহুল আমিনের ছেলে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০)-এর ৯(৪)(খ) ধারায় হাটহাজারী থানায় মামলা (নং-০৮, তারিখ ১৬/০৪/২০২৫) রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন।হাটহাজারী থানা পুলিশের আবেদনের পর র‍্যাব-৭ এর একটি দল বাবুলের অবস্থান শনাক্ত করে। অভিযানে তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল, দুটি সিমকার্ড, একটি মানিব্যাগ এবং ২৪০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মামলায় তার সম্পৃক্ততার কথা স্বীকার করেন।অভিযানের নেতৃত্ব দেন র‍্যাব-৭, সিপিসি-২ হাটহাজারী ক্যাম্পের অপারেশন কমান্ডার পুলিশ সুপার সাইফুর রহমান, পিপিএম। গ্রেপ্তারের পর বাবুলকে আইনি প্রক্রিয়ার জন্য হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।