গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল
মিয়া (৫০) নামে এক ব্যক্তি গণপিটুনিতে নিহত হয়েছে। গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে
উপজেলায় এ ঘটনা ঘটে। হাবিল মিয়া পেশায় ভ্যানচালক ছিলেন। এলাকাবাসী বলেন, গত ২৮ জুন
শুক্রবার বিকালে হাবিল মিয়া ৬ বছরের ওই শিশুকে চকলেটের লোভ দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে ধর্ষণ
করে পালিয়ে যান। পরে পরিবার জানতে পেরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ
ঘটনায় শিশুটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দেন। এদিকে শনিবার রাতে এলাকাবাসী
হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে গণপিটুনি দেন। সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ
থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে চিকিৎসক
তাঁকে মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বুলবুল ইসলাম বলেন,
এলাকাবাসীর ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া পিটুনিতে নিহত হন।
শিরোনাম
গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে নিহত
-
রংপুর ব্যুরো - আপডেট সময় : ০৪:২৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
- ।
- 215
জনপ্রিয় সংবাদ
























