০৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রামুতে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

 কক্সবাজারের রামুতে  আবদুল মান্নান (২৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন স্থানীয় বাসিন্দারা।
নিহত মান্নান উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকার বাসিন্দা।
রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ সকালে মান্নান ওই এলাকার এক নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করেন তিনি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
পালানোর চেষ্টা করলে মান্নানকে ধরে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন তাঁরা। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত নারীকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। নিহত মান্নান একটি ডাকাতদলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, মান্নানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জনপ্রিয় সংবাদ

রামুতে যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

আপডেট সময় : ০২:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
 কক্সবাজারের রামুতে  আবদুল মান্নান (২৬) নামের এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছেন স্থানীয় বাসিন্দারা।
নিহত মান্নান উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকার বাসিন্দা।
রোববার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আজ সকালে মান্নান ওই এলাকার এক নারীর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে ওই নারীকে ছুরিকাঘাত করেন তিনি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন।
পালানোর চেষ্টা করলে মান্নানকে ধরে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন তাঁরা। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত নারীকে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। নিহত মান্নান একটি ডাকাতদলের সক্রিয় সদস্য বলে পুলিশ জানিয়েছে।
রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বলেন, মান্নানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।