শ্রীলঙ্কার কলম্বোতে অনুষ্ঠানরত এশিয়ান জুনিয়র (অনুর্ধ-২০) দাবা চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ডের খেলা শেষে বালাদেশের ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৭ খেলায় ৫ পয়েন্ট নিয়ে অন্য ১০ জনের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন।
মঙ্গলবার সপ্তম রাউন্ডের খেলায় সাজিদ শ্রীলঙ্কার ভিরাতুনগালাগে মালিসা সাসভিদুর সঙ্গে ড্র করেন।
আরকে/সবা

























