০৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ১৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জামালপুর জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্ক গঠন

শিশুদের সর্বোত্তম সুরক্ষা এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে গঠন করা হয়েছে জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্ক।
বুধবার (২ জুলাই) সর্বসম্মতিক্রমে উন্নয়ন সংঘের (ইউএস) মানবস্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমকে আহ্বায়ক ও ওয়ার্ল্ড ভিশন জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তাকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন, ওয়ার্ল ভিশনের জামালপুর এরিয়া প্রোগ্রামের সমন্বিত কার্যালয়ের সিনিয়র ম্যানেজার সেবেস্টিয়ান পিউরিফিকেশন। অনলাইনে যুক্ত হয়ে নেটওয়ার্কের উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের অ্যাডভোকেসি এন্ড একাউন্টিবিলিটির সমন্বয়কারী তানজিমুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘ (ইউএস) এর পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি প্রমুখ।

কমিটি অন্যান্য সদস্যরা হলেন ব্র্যাকের ওমর ফারুক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নগর মাতৃসদনের প্রকল্প ব্যবস্থাপক মফিজ উদ্দিন শেখ, প্রশিপসের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, অপরাজেয় বাংলাদেশের সেন্টার ম্যানেজার আশরাফুল ইসলাম, এফপিএবির সমন্বয়কারী মেহেনুর সিদ্দিকী, সুইড বাংলাদেশের প্রতিনিধি সীমা রানী, জেডিপিওডির নির্বাহী পরিচালক মিজানুর রহমান, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের লাইভলিহুড অফিসার রাজু আহমেদ, সূর্য তোরণ সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, স্বপ্ন শিশুকল্যাণ সংস্থার সভাপতি মাহবুবুর রহমান, ইসলামপুর এপির এরিয়া ম্যানেজার সজল গোমেজ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সমন্বয়কারী আমিনা আক্তার, সিডস কর্মসূচির ব্যবস্থাপক এম. শামসুদ্দিন ও জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি।
উল্লেখ, গঠিত নেটওয়ার্ক সরকারের সহায়ক শক্তি হিসেবে জামালপুর থেকে বাল্যবিয়ে, শিশুশ্রম, পুষ্টিহীনতা, শিক্ষা থেকে ঝরে পড়া, ক্ষুধা সংকট, প্লাস্টিক, পলিথিন ব্যবহার নির্মূলকরণসহ সকল প্রকার সামাজিক ব্যাধি থেকে শিশুদের রক্ষা করার লক্ষ্যে কাজ করবে।
প্রতি দুইমাস পর পর এ কমিটি কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ের উপর কৌশল প্রণয়নের জন্য সভার আয়োজন করবে।
নেটওয়ার্ক সামাজিক তহবিল গঠনের মাধ্যমে এবং বিভিন্ন পর্যায়ে অ্যাডভোকেসি করে শিশুকল্যাণে কার্যক্রম পরিচালনা করবে বলে আয়োজক সূত্র জানায়।
এমআর/সবা

জনপ্রিয় সংবাদ

জামালপুর জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্ক গঠন

আপডেট সময় : ০৬:১৭:১০ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

শিশুদের সর্বোত্তম সুরক্ষা এবং নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে জামালপুরে গঠন করা হয়েছে জেলা শিশু কল্যাণ অ্যাডভোকেসি নেটওয়ার্ক।
বুধবার (২ জুলাই) সর্বসম্মতিক্রমে উন্নয়ন সংঘের (ইউএস) মানবস্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিমকে আহ্বায়ক ও ওয়ার্ল্ড ভিশন জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তাকে সদস্য সচিব করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন, ওয়ার্ল ভিশনের জামালপুর এরিয়া প্রোগ্রামের সমন্বিত কার্যালয়ের সিনিয়র ম্যানেজার সেবেস্টিয়ান পিউরিফিকেশন। অনলাইনে যুক্ত হয়ে নেটওয়ার্কের উদ্দেশ্য বর্ণনা করে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের অ্যাডভোকেসি এন্ড একাউন্টিবিলিটির সমন্বয়কারী তানজিমুল ইসলাম। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উন্নয়ন সংঘ (ইউএস) এর পরিচালক কর্মসূচি মুর্শেদ ইকবাল, ওয়ার্ল্ড ভিশনের জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি প্রমুখ।

কমিটি অন্যান্য সদস্যরা হলেন ব্র্যাকের ওমর ফারুক, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নগর মাতৃসদনের প্রকল্প ব্যবস্থাপক মফিজ উদ্দিন শেখ, প্রশিপসের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, অপরাজেয় বাংলাদেশের সেন্টার ম্যানেজার আশরাফুল ইসলাম, এফপিএবির সমন্বয়কারী মেহেনুর সিদ্দিকী, সুইড বাংলাদেশের প্রতিনিধি সীমা রানী, জেডিপিওডির নির্বাহী পরিচালক মিজানুর রহমান, পারি ডেভেলপমেন্ট ট্রাস্টের লাইভলিহুড অফিসার রাজু আহমেদ, সূর্য তোরণ সংস্থার নির্বাহী পরিচালক খোরশেদ আলম, স্বপ্ন শিশুকল্যাণ সংস্থার সভাপতি মাহবুবুর রহমান, ইসলামপুর এপির এরিয়া ম্যানেজার সজল গোমেজ, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা সমন্বয়কারী আমিনা আক্তার, সিডস কর্মসূচির ব্যবস্থাপক এম. শামসুদ্দিন ও জেসমিন প্রকল্পের ব্যবস্থাপক অসীম চ্যাটার্জি।
উল্লেখ, গঠিত নেটওয়ার্ক সরকারের সহায়ক শক্তি হিসেবে জামালপুর থেকে বাল্যবিয়ে, শিশুশ্রম, পুষ্টিহীনতা, শিক্ষা থেকে ঝরে পড়া, ক্ষুধা সংকট, প্লাস্টিক, পলিথিন ব্যবহার নির্মূলকরণসহ সকল প্রকার সামাজিক ব্যাধি থেকে শিশুদের রক্ষা করার লক্ষ্যে কাজ করবে।
প্রতি দুইমাস পর পর এ কমিটি কার্যক্রমের অগ্রগতি ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ের উপর কৌশল প্রণয়নের জন্য সভার আয়োজন করবে।
নেটওয়ার্ক সামাজিক তহবিল গঠনের মাধ্যমে এবং বিভিন্ন পর্যায়ে অ্যাডভোকেসি করে শিশুকল্যাণে কার্যক্রম পরিচালনা করবে বলে আয়োজক সূত্র জানায়।
এমআর/সবা