আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। দুই দেশের রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে সেই সফরটা অনিশ্চিত হয়ে পড়েছিল আগেই। কদিন আগে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও জানিয়েছিলেন সফরটি অন্য কোনো সময়ে আয়োজনের কথা।
সেই সময়টাই গতকাল জানিয়ে দিল ভারতীয় বোর্ড। এ বছরের আগস্টে নয় ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ আসবে ভারতীয় ক্রিকেট দল। সফরটা পিছিয়ে গেল ১৩ মাস।
এ নিয়ে বিসিসিআইয়ের বিবৃতি, ‘দুই বোর্ডের আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দলের ব্যস্ত আন্তর্জাতিক সূচি ও সময়ের সুবিধাজনক সমন্বয়ের কথা বিবেচনায় নিয়েই সিরিজটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৬ সালের সেপ্টেম্বরে ভারতকে আতিথেয়তা দেওয়ার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। সিরিজের নতুন তারিখ ও ম্যাচ সূচি জানানো হবে পরে।’ বিবিসি বাংলা কিছুদিন আগে জানিয়েছিল, বাংলাদেশ সফর নিয়ে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেত পায়নি বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে ভারত সরকার সায় দিচ্ছে না পুরোপুরি ‘রাজনৈতিক কারণেই’।
বাংলাদেশ-ভারতের এই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল ১৭ থেকে ৩১ আগস্টের মধ্যে। সরকারের এই মনোভাব জানার পর বিসিসিআই এই সফরের নতুন সময় নির্ধারনের জন্য বিসিবির সঙ্গে আনুষ্ঠানিক আলোচনাও শুরু করেছিল। অবশেষে গতকাল চূড়ান্ত সিদ্ধান্ত জানাল বিসিসিআই।

























