ময়মনসিংহের ভালুকায় ইসকন, শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের উদ্যোগে ২৭
জুন শুরু হওয়া রথযাত্রার নানান আনুষ্ঠানিকতা শেষে শনিবার (৫ জুলাই) বিকেলে
উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সেটির সমাপ্তি করা হয়েছে। এদিন বিকেল সাড়ে
৫টায় পৌরসভার ৪নং ওয়ার্ড রাখাল বাবু বাড়ি সংলগ্ন মন্দির থেকে উল্টো
রথযাত্রা শুরু হয়। পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে ভালুকা বাজার প্রদক্ষিণ
শেষে রায় বাড়ী মন্দিরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ভালুকার ইসকন,
শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের সভাপতি শ্রীমান তপনিতাই দাস অধিকারী
(তপন রায়) ও সাধারণ সম্পাদক শ্রীমান বিক্রম শ্যাম সুন্দর দাস (বিজয়)।
শান্তিপূর্ণ রথযাত্রা উৎসব পালনের কথা জানিয়ে পৌর বিএনপির যুগ্ম
আহ্বায়ক শ্রী স্বপন বণিক বলেন, রথযাত্রা মূলত ভগবান জগন্নাথকে তার মাসীর
বাড়িতে (গুন্ডিচা মন্দির) নিয়ে যাওয়ার উৎসব। সেখানে তিনি কিছুদিন
অবস্থান করার পর আবার মূল মন্দিরে ফিরে আসে। ২৭ জুন রথযাত্রা শুরু হয়। ১০দিন
বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে শনিবার (৫ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে
সেটির সমাপ্তি হয়। উল্টো রথযাত্রায় কমপক্ষে তিন হাজার ভক্তের উপস্থিতি ঘটেছে।
যাত্রা পথে ভক্তদের মাঝে আম, কাঁঠাল, কলা, আপেল, কমলা, পেয়ারা ও আনারস বিতরণ
করা হয়েছে। এছাড়া যাত্রাপথের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় ভালুকা মডেল থানার
পুলিশ সদস্যের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও উপস্থিত ছিলেন।
শিরোনাম
ভালুকায় রথযাত্রা উৎসবের সমাপ্তি
-
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি - আপডেট সময় : ০১:৫০:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- ।
- 267
জনপ্রিয় সংবাদ
























