দক্ষিণ কোরিয়ার পার্ক তে গুন এবং জাপানের তাকিও ইনোকির পর এবার বাংলাদেশের সাঁতারকে আন্তর্জাতিক সাফল্য এনে দিতে আনা হয়েছে নতুন এক বিদেশী কোচকে। বাংলাদেশ সাঁতার ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে এসেছে মিশরের সাইদ ম্যাকডিকে। যিনি আপাতত ৭ মাসের জন্য চুক্তিবদ্ধ। মাসিক বেতন ৩ হাজার ডলার।
এই দীর্ঘদেহী কোচের অধীনে এসএ গেমস, এশিয়ান ইয়ুথ গেমসসহ অন্য প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ। সাত বছর পর দেশের সাঁতারে এলো বিদেশী কোচ। ম্যাকডি এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কেনিয়া জাতীয় সাঁতার দলের কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতাসম্পন্ন।
ম্যাকডি থাকবেন ক্রীড়া পল্লীতে। চীন-জাপান কিংবা ইউরোপ-আমেরিকা থেকে কোচ আনতে গেলে অনেক খরচ। তাদের শুরুটাই হয় ৭ হাজার ডলার দিয়ে। যার ব্যয়ভার বহন করা সম্ভব নয় সাঁতার ফেডারেশনের পক্ষে। তাছাড়া মিশরের এই কোচের কোচিং ব্যাকগ্রাউন্ড ভালো। ফলে ম্যাকডির ওপর আস্থা রেখেছে ফেডারেশন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অনেকটাই নির্ভর করছে ম্যাকডির বেতনের ব্যয়ভার বহন করার বিষয়টি।
আরকে/সবা

























