বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সীমিত ফুটবল ক্লাব ফলো করেন। ইনস্টাগ্রামে তার ফলো তালিকায় মাত্র ছয়টি ক্লাব রয়েছে। যার মধ্যে নেই তার সাম্প্রতিক ক্লাব প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। এই তথ্য ফুটবল সমালোচক ও ভক্তদের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির জার্সিতে খেলা মেসি, তার বর্তমান ক্লাবটিকে ফলো করেন। এর পাশাপাশি তার ফুটবল জীবনের অন্যতম সফল অধ্যায় কাটানো বার্সেলোনা এবং শৈশবের প্রথম ক্লাব নিউওয়েল’স ওল্ড বয়েসকেও অনুসরণ করছেন। এছাড়া তার শৈশব কাটানো রোসারিও শহরের ‘লা বাজাদা এফসি’ নামক স্থানীয় ক্লাবটিও তার ফলো তালিকায় রয়েছে।
অন্যদিকে, ইংলিশ প্রিমিয়ার লীগের দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও চেলসিও তার অনুসরণ তালিকায় আছে।
বিশেষ করে চেলসির সঙ্গে ২০০৪ ও ২০১৪ সালে তার যোগদানের গুঞ্জন ছিল। যদিও আর্থিক বিধিনিষেধ ও অন্যান্য জটিলতার কারণে ওই সময় কোনো চুক্তি সম্পন্ন হয়নি। একইভাবে পেপ গুয়ার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে যোগদানের সম্ভাবনাও ছিল, কিন্তু আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি।
মেসির পিএসজিতে কাটানো সময় তার ইনস্টাগ্রাম ফলো তালিকায় প্রতিফলিত না হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে অনেকে মনে করেন চ্যাম্পিয়নস লিগ ট্রফি না জেতার হতাশাজনক বাস্তবতা।
যদিও পিএসজির হয়ে ৭৫ ম্যাচে ৬৭টি গোল ও এসিস্ট করে মেসি নিজেকে প্রমাণ করেছেন।
বিশ্বজুড়ে ইনস্টাগ্রামে ৫০৬ মিলিয়ন অনুসারীর মালিক মেসি। যেখানে মাত্র ৩৪৭টি একাউন্ট ফলো করেন তিনি। তার ফলো তালিকায় রয়েছে ৬টি থেকে ফুটবল ক্লাব।
আরকে/সবা


























