০১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৯ জানুয়ারী ২০২৬, ২৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

নেইমারকে ক্ষেপাতে দুষ্ট সমর্থকদের অভিনব কৌশল!

নেইমারের সাবেক বান্ধবী ব্রুনার আদলে তৈরি করা হয়েছে এই মুখোশ

ব্রাজিল সুপারস্টার নেইমারের বান্ধবীর অভাব নেই। নিত্যনতুন সম্পর্কে জড়ানো যেন তার নেশা। বান্ধবীদের গর্ভে সন্তানও জন্ম দিয়ে যাচ্ছেন একের পর এক। এবার তাকে চটানোর জন্য সাবেক এক বান্ধবীকে বেছে নিয়েছেন ব্রাজিলের এক ফুটবল দর্শক। ইতোমধ্যে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

ব্রাজিলিয়ান লিগ সিরি-আ’য় গত বৃহস্পতিবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হেরে রেলিগেশনে অবনতির শঙ্কায় সান্তোস। আজ (শনিবার) দিবাগত রাতে স্পোর্টস রেসিফের বিপক্ষে ম্যাচটি তাই খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে নেইমারের মনোযোগ বিঘ্নিত করার লক্ষ্যে তার সাবেক প্রেমিকার আদলে একটি মুখোশ তৈরি করছেন স্পোর্টস রেসিফের এক সমর্থক, যার ডিজাইন ইতোমধ্যে প্রকাশিতও হয়ে গেছে।

নেইমারের দ্বিতীয় বান্ধবী হিসেবে পরিচিত ব্রুনা মারকুজাইন। কৈশোরের বন্ধু ক্যারোলিনা দান্তাসের সঙ্গে বিচ্ছেদের পর এই মডেল-অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান ব্রাজিলিয়ান তারকা। ৬ বছর পর সেই সম্পর্কেও ফাটল ধরে। নেইমারকে চটিয়ে দিতে ব্রুনার মুখের আদলে মুখোশ তৈরি করেছেন পেদ্রো চিয়াঙ্কা নামের ওই ফুটবল সমর্থক তথা ইনফ্লুয়েন্সার। সামাজিক মাধ্যমে ফুটবলভক্তদের একটি অংশ সেই ভিডিও লুফে নিয়েছে।

সান্তোস আজকের ম্যাচটি খেলবে রেসিফের ঘরের মাঠে। স্বাভাবিকভাবেই গ্যালারি থাকবে তাদের বিপক্ষে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, কেবল নিজের জন্যই নয়, পেদ্রো চিয়াঙ্কা নাকি ব্রুনার মুখোশ বানিয়ে অন্যদের মাঝে বিতরণের পরিকল্পনাও করছেন!

আরকে/সবা

জনপ্রিয় সংবাদ

আইসিবিতে শুরু হলো প্রাণিস্বাস্থ্য ও মৎস্য খাতের প্রদর্শনী

নেইমারকে ক্ষেপাতে দুষ্ট সমর্থকদের অভিনব কৌশল!

আপডেট সময় : ০৮:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

ব্রাজিল সুপারস্টার নেইমারের বান্ধবীর অভাব নেই। নিত্যনতুন সম্পর্কে জড়ানো যেন তার নেশা। বান্ধবীদের গর্ভে সন্তানও জন্ম দিয়ে যাচ্ছেন একের পর এক। এবার তাকে চটানোর জন্য সাবেক এক বান্ধবীকে বেছে নিয়েছেন ব্রাজিলের এক ফুটবল দর্শক। ইতোমধ্যে এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় বেশ হাস্যরসের জন্ম দিয়েছে।

ব্রাজিলিয়ান লিগ সিরি-আ’য় গত বৃহস্পতিবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হেরে রেলিগেশনে অবনতির শঙ্কায় সান্তোস। আজ (শনিবার) দিবাগত রাতে স্পোর্টস রেসিফের বিপক্ষে ম্যাচটি তাই খুব গুরুত্বপূর্ণ। এই ম্যাচে নেইমারের মনোযোগ বিঘ্নিত করার লক্ষ্যে তার সাবেক প্রেমিকার আদলে একটি মুখোশ তৈরি করছেন স্পোর্টস রেসিফের এক সমর্থক, যার ডিজাইন ইতোমধ্যে প্রকাশিতও হয়ে গেছে।

নেইমারের দ্বিতীয় বান্ধবী হিসেবে পরিচিত ব্রুনা মারকুজাইন। কৈশোরের বন্ধু ক্যারোলিনা দান্তাসের সঙ্গে বিচ্ছেদের পর এই মডেল-অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়ান ব্রাজিলিয়ান তারকা। ৬ বছর পর সেই সম্পর্কেও ফাটল ধরে। নেইমারকে চটিয়ে দিতে ব্রুনার মুখের আদলে মুখোশ তৈরি করেছেন পেদ্রো চিয়াঙ্কা নামের ওই ফুটবল সমর্থক তথা ইনফ্লুয়েন্সার। সামাজিক মাধ্যমে ফুটবলভক্তদের একটি অংশ সেই ভিডিও লুফে নিয়েছে।

সান্তোস আজকের ম্যাচটি খেলবে রেসিফের ঘরের মাঠে। স্বাভাবিকভাবেই গ্যালারি থাকবে তাদের বিপক্ষে। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, কেবল নিজের জন্যই নয়, পেদ্রো চিয়াঙ্কা নাকি ব্রুনার মুখোশ বানিয়ে অন্যদের মাঝে বিতরণের পরিকল্পনাও করছেন!

আরকে/সবা