বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বন্ধুদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। এই ব্যাপারে থানায় জিডিও হয়েছে।
কেন তাসকিনের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে, অভিযোগের সত্যতা কতটুকু, তাসকিন আদৌ এ ঘটনার সঙ্গে জড়িত কিনা? তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
এ ব্যাপারে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতিখার আহমেদ মিঠুর সঙ্গে কথা হয়েছে তাসকিনের।
তাসকিন মিঠুকে বলেছেন, তিনি এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত না। তার বন্ধুদের মধ্যে দুই গ্রুপে মারামারি হয়েছে। এক পক্ষ তাকে থানাতে ফোন করতে অনুরোধ করে। তিনি মিরপুর থানার ওসিকে ফোন করেন। তাতে অপর পক্ষ তার ওপর ক্ষুদ্ধ হয়ে থানায় জিডি করে। কিন্তু তিনি এ ঘটনার সঙ্গে মোটেও জড়িত নন।
তাসকিনের এ বক্তব্যের প্রেক্ষিতে মিডিয়া কমিটির চেয়ারম্যান জানান, ‘আমরা পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। মিরপুর থানার ওসি ও অভিযোগকারীর সঙ্গে আমরা (বিসিবি) কথা বলবো। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নেব।’
আরকে/সবা


























