চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচল করা দুই ট্রেনের সময়সূচি পরিবর্তন হয়েছে। সৈকত এক্সপ্রেস চট্টগ্রাম ছেড়ে যাবে ভোর ৫টা ৫০ মিনিটে। আর কক্সবাজার থেকে প্রবাল এক্সপ্রেস ছেড়ে আসবে সকাল ১০টায়। আগামী ১০ আগস্ট থেকে এই সময়সূচি কার্যকর হবে।গত মঙ্গলবার পরীক্ষামূলকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।এখন কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস সকাল সোয়া ৬টায় চট্টগ্রাম স্টেশন ছেড়ে যায়। আর চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ছেড়ে আসে ১০টা ২০ মিনিটে।রেলওয়ের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীকের সই করা এক চিঠিতে বলা হয়েছে, যাত্রীদের চাহিদা ও সময়ানুবর্তিতা রক্ষায় সুষ্ঠুভাবে ট্রেন পরিচালনার জন্য কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস এবং চট্টগ্রামমুখী প্রবাল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।সৈকত এক্সপ্রেস ট্রেনটি যাত্রী ওঠানামার জন্য ষোলশহর, জানালী হাট, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, চকরিয়া, ডুলাহাজরা ও রামু স্টেশনে থামে।আর প্রবাল এক্সপ্রেস যাত্রাপথে থামবে ষোলশহর, গোমদণ্ডী, পটিয়া, দোহাজারী, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ডুলহাজারা, ইসলামাবাদ ও রামু স্টেশনে।
শিরোনাম
পাল্টে গেল চট্টগ্রাম-কক্সবাজার রুটের দুই ট্রেনের সময়সূচি, কার্যকর ১০ আগস্ট
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৭:৩১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- ।
- 201
জনপ্রিয় সংবাদ
























