সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পালকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। তার সঙ্গে সকল পর্যায়ের নেতা-কর্মীকে সাংগঠনিক সম্পর্ক ছিন্নের নির্দেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩১ জুলাই) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এদিকে, পৃথক আরেক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের চার সাবেক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তারা হলেনÑ সাবেক সহ-সভাপতি বাপ্পি দে, বিপ্লব চৌধুরী বিল্লু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুকান্ত তালুকদার এবং অপু চৌধুরী আকাশ। তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেছেন।এদিকে, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম জানিয়েছেন, চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের অফিস দখলের চেষ্টা ও হামলার ঘটনায় সৌরভ প্রিয় পালকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া মহানগর ছাত্রদলের সাবেক চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।প্রসঙ্গত, গত বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সোয়া সাতটায় সৌরভ প্রিয় পালের নেতৃত্বে অর্ধশতাধিক যুবক নগরের রহমতঞ্জে চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যালয়ে সংঘবদ্ধ হামলা চালায়। এ সময় অফিস ভাঙচুরের পাশাপাশি তারা নারীদের ওপরও হামলা চালায় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনার পরপরই কেন্দ্রীয় সংসদ থেকে বহিষ্কারের বিজ্ঞপ্তি পাঠানো হয়।এর আগে, ১ মে সৌরভ প্রিয় পালের পরিকল্পনায় তার অনুসারীরা চট্টগ্রামের জ্যেষ্ঠ সাংবাদিকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠেছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এলে সাংগঠনিক এ সিদ্ধান্ত নিতে ওই ঘটনাও বিবেচনায় নেওয়া হয় বলে ছাত্রদলের একটি সূত্র নিশ্চিত করেছে।
শিরোনাম
চার সাবেক নেতাকে ব্যাখ্যা দিতে ৪৮ ঘণ্টা সময়
চট্টগ্রামে জন্মাষ্টমীর অফিস দখলের চেষ্টায়, ছাত্রদল নেতা সৌরভ বহিষ্কার
-
চট্টগ্রাম ব্যুরো - আপডেট সময় : ০৯:০১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
- ।
- 117
জনপ্রিয় সংবাদ
























