০৭:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে

খাগড়াছড়ির দীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে। শুক্রবার (২৯ অগাস্ট) জুমার নামাজের পর উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী বাজার জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী অংশ নেন।
রেজাউল করিম বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (২৮ অগাস্ট) দিবাগত রাত ১২টার দিকে মারা যান বলে জানিয়েছে তার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে বাদ জুমা দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।
ইউএনও ইনামুল হাছান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম জাতির সূর্যসন্তান। মুক্তিযুদ্ধে তার অবদান দীঘিনালাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের মৃত্যুতে উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য মহলের শোক জানানো হয়। জানাজা শেষে সামাজিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

দীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে

আপডেট সময় : ০৪:৫২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

খাগড়াছড়ির দীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে। শুক্রবার (২৯ অগাস্ট) জুমার নামাজের পর উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী বাজার জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা ও এলাকাবাসী অংশ নেন।
রেজাউল করিম বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার (২৮ অগাস্ট) দিবাগত রাত ১২টার দিকে মারা যান বলে জানিয়েছে তার পরিবার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে বাদ জুমা দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান তার মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।
ইউএনও ইনামুল হাছান বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম জাতির সূর্যসন্তান। মুক্তিযুদ্ধে তার অবদান দীঘিনালাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের মৃত্যুতে উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য মহলের শোক জানানো হয়। জানাজা শেষে সামাজিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এসএস/সবা