পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ-গণতান্ত্রিক বিলুপ্ত হয়নি বলে জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর এলাকায় সংগঠনটির দলীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
প্রেসব্রিফিংয়ে লিখিত বিবৃতি পাঠ করেন ইউপিডিএফ-গণতান্ত্রিকের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা। তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটির বিলুপ্তি সংক্রান্ত যে তথ্য প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট ও বিভ্রান্তিকর।
বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফ-গণতান্ত্রিকের কেন্দ্রীয় কমিটি এসব অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছে। সংগঠনটি বিলুপ্ত হয়নি; বরং এর সাংগঠনিক কার্যক্রম আগের মতোই চলমান রয়েছে। অর্থ আত্মসাৎসহ কয়েকটি অভিযোগের মুখে সাংগঠনিক পদ হারানোর আশঙ্কায় কয়েকজন ব্যক্তি অনুসারীসহ খাগড়াছড়ি ত্যাগ করেছেন। তারা সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় নিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
প্রেসব্রিফিংয়ে সংগঠনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি সমীরণ চাকমা (চার্মিং), সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা এবং তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা উপস্থিত ছিলেন।
এমআর/সবা






















