চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় তৃতীয় স্থান অর্জন করা এক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় নকলের অভিযোগে আটক হয়েছেন। অভিযুক্ত শিক্ষার্থীর নাম দিব্য জ্যতি শাহা।
গত শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময় তাকে আটক করা হয়। রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রথম শিফটে জগদীশ চন্দ্র বসু কেন্দ্রের ১০২ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে স্মার্টফোন ব্যবহার করে ‘ডিপসিক’ নামের একটি এআই অ্যাপের মাধ্যমে উত্তর খোঁজার অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে আটক করে।
আটক হওয়া দিব্য জ্যতি শাহা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের বহুনির্বাচনি প্রশ্নে ৮৭.৫০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। গত ৭ জানুয়ারি এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। চবির ভর্তি পরীক্ষায় তার রোল নম্বর ছিল ১০০২২২। তিনি শাহ চঞ্চল কুমার ও আলপনা শাহা দম্পতির সন্তান।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নকলকাণ্ডে আটকের বিষয়টি জানাজানি হলে তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসে। পরবর্তীতে তার ভর্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত নথিপত্র চবির আইসিটি সেল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘এই শিক্ষার্থীর ফলাফল সংক্রান্ত বিভিন্ন নথিপত্র ভিসি, প্রোভিসি এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটরের নিকট পাঠানো হয়েছে।’
নকলের অভিযোগে আটক হওয়া এই শিক্ষার্থীর বিষয়ে খুব দ্রুত বৈঠকে বসতে যাচ্ছে চবির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। এ প্রসঙ্গে চবি উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, ‘এই বিষয়টি কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটিতে পেশ করা হয়েছে। পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে আমরা তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবো।’
একই সঙ্গে চবির ভর্তি পরীক্ষায় দিব্য জ্যতি শাহা কোনো ধরনের অসদুপায় অবলম্বন করেছিলেন কি না, সে বিষয়টিও খতিয়ে দেখবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ বিষয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন বলেন, ‘যেহেতু এই শিক্ষার্থীর রাবিতে ভর্তি পরীক্ষায় নকলকাণ্ডে আটকের ঘটনা ঘটেছে, তাই বিষয়টিকে আমরা ছোট করে দেখছি না। আমরা এটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি।’
এমআর/সবা


























