১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই যুবক

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাসহ দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার নগরপাড়া পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক ও জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহ (২১)। তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বাসিন্দা। অপরজন মাইনুদ্দিন (২১), যিনি মধ্যম চন্দনাইশ এলাকার বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত নগরপাড়া পেট্রোল পাম্পের সামনে তাদের গাড়ি থামিয়ে অতর্কিত হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দুইজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আহত দুজনকে শুক্রবার দিবাগত রাতে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

শু/সবা

জনপ্রিয় সংবাদ

জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা, আহত দুই যুবক

আপডেট সময় : ০৭:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় দুর্বৃত্তদের সশস্ত্র হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতাসহ দুই যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার নগরপাড়া পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক ও জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহ (২১)। তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বাসিন্দা। অপরজন মাইনুদ্দিন (২১), যিনি মধ্যম চন্দনাইশ এলাকার বাসিন্দা এবং মহিউদ্দিনের ছেলে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সিএনজি চালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত নগরপাড়া পেট্রোল পাম্পের সামনে তাদের গাড়ি থামিয়ে অতর্কিত হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান জানান, দুর্বৃত্তদের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দুইজন আহত হয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত জেলা পুলিশের উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, আহত দুজনকে শুক্রবার দিবাগত রাতে চমেক হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

শু/সবা