১২:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জে আদিবাসীদের ৩ বিঘা জমির ধান জোরপূর্বক কর্তন

সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউপির আদিবাসী সম্প্রদায়ের জমি বেদখল দিয়ে জোরপূর্বক জিরা ধান কেটে নিলেন রফিকুল ইসলাম গংরা। এ ঘটনা ঘটেছে ধামাইনগর ইউনিয়নের সাড়ইল গ্রামে। শুক্রবার সকাল থেকে তিন বিঘা জমিতে ১১ জন দিন মুজুরসহ সাইফুল ইসলাম আধা পাকা জিরা ধান কাটছে। সাংবাদিকরা তথ্যের জন্য গেলে গালিগালাজ করেন। সারইল মৌজার আর এস ২২২ নং খতিয়ানের ৮১৭ নং দাগের ২৮০ এর কাতে উত্তর ছাহাম হতে ১০০ শতক জমি ১৯৮৯ সালে ক্রয় সূত্রে মালিক হন সুধীর চন্দ্র মাহাতো গংরা।

ক্রয় সূত্রে মালিকানা লাভ করে চল্লিশ বছর যাবত ভোগদখল করে আসছিল সুধীর চন্দ্র মাহাতো। গত শুক্রবার ২৯/০৮/২৫ তারিখ সকালে মৃত সেকেন্দার আলীর ছেলে রফিকুল ইসলাম গংরা জোরপূর্বক আধা পাকা জিরা ধান কেটে জমি বেদখল দেয়। এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন,আমাদের নামে রেকর্ড তাই জমি বেদখল দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস/সবা

জনপ্রিয় সংবাদ

ইরানে বিক্ষোভ: নিহত ৫৩৮, আটক ১০ হাজারের বেশি

রায়গঞ্জে আদিবাসীদের ৩ বিঘা জমির ধান জোরপূর্বক কর্তন

আপডেট সময় : ০৬:৫৮:২১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

সিরাজগঞ্জে রায়গঞ্জের ধামাইনগর ইউপির আদিবাসী সম্প্রদায়ের জমি বেদখল দিয়ে জোরপূর্বক জিরা ধান কেটে নিলেন রফিকুল ইসলাম গংরা। এ ঘটনা ঘটেছে ধামাইনগর ইউনিয়নের সাড়ইল গ্রামে। শুক্রবার সকাল থেকে তিন বিঘা জমিতে ১১ জন দিন মুজুরসহ সাইফুল ইসলাম আধা পাকা জিরা ধান কাটছে। সাংবাদিকরা তথ্যের জন্য গেলে গালিগালাজ করেন। সারইল মৌজার আর এস ২২২ নং খতিয়ানের ৮১৭ নং দাগের ২৮০ এর কাতে উত্তর ছাহাম হতে ১০০ শতক জমি ১৯৮৯ সালে ক্রয় সূত্রে মালিক হন সুধীর চন্দ্র মাহাতো গংরা।

ক্রয় সূত্রে মালিকানা লাভ করে চল্লিশ বছর যাবত ভোগদখল করে আসছিল সুধীর চন্দ্র মাহাতো। গত শুক্রবার ২৯/০৮/২৫ তারিখ সকালে মৃত সেকেন্দার আলীর ছেলে রফিকুল ইসলাম গংরা জোরপূর্বক আধা পাকা জিরা ধান কেটে জমি বেদখল দেয়। এ বিষয়ে রফিকুল ইসলাম বলেন,আমাদের নামে রেকর্ড তাই জমি বেদখল দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএস/সবা